নিজস্ব প্রতিবেদক :
ঊন মানুষ হুমায়ূন সাধু। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্মাতা ও গল্পকার। শুক্রবার বিকালে তেজগাঁও এলাকার মেটাল রহিম মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পারি জমান হুমায়ূন সাধু। শুক্রবার জুম্মার নামাজের পর মেটাল রহিম মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৫টার দিকে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এসময় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা আশফাক নিপুণ, ইমেল হকসহ হুমায়ূন সাধুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ছবিয়ালের পুরনো ও নতুন সদস্যসহ সাধুভক্তরা প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
হুমায়ূন সাধু সম্পর্কিত আর খবর :
⇒ গুরুতর অসুস্থ হুমায়ূন সাধু: কথা বলতে পারছেন না
⇒ শুভ জন্মদিন হুমায়ূন কবির সাধু
এরআগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়ে কথা বলাও বন্ধ হয়ে যায়। এরপর ৫ অক্টোবর আবার তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলো।
গেলো রবিবার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে।
হুমায়ূন সাধু জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন। ফারুকী পরিচালিত ‘ঊন মানুষ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। ‘চিকন পিনের চার্জার’ নাটকেও দুর্দান্ত অভিনয় করে সাধু।
ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রজীবন শুরু করেন। রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমাও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এছাড়াও বিভিন্ন নামকরা নির্মাতার বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সাধু বেশকিছু নাটকও নির্মাণ করেছেন। চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন এই গুনী মানুষটি।
সর্বশেষ একুশে বই মেলায় তার লেখা প্রথম গল্পের বই ‘ননাই’ প্রকাশিত হয়েছিলো।
কালচারাল ইয়ার্ড পরিবার এই গুনী মানুষটির আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।