নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ার অন্যতম জাঁকজমকপূর্ণ ভারতের আসাম প্রদেশের তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ। মনজুরুল ইসলাম মেঘ গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টিম সদস্য হিসাবে টানা দ্বিতীয়বার বাংলাদেশী সমন্বয়কের দায়িত্ব পালন করায়, উৎসব পরিচালক মনিতা বোরগাইন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্র পেয়েছেন গত ১২ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও ব্যাস্ততার কারণে ২ দিন পরে তিনি উৎসবে যোগ দিচ্ছেন। দ্বিতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেঘকে সংবর্ধনা দেওয়া হয়েছিলো।
গত ৩১ অক্টোবর তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে, উৎসব চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ইরানী নির্মাতা ঈসমাইল মওসুফ পরিচালিত “চারচোল” ছবির মধ্য দিয়ে। উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোলান্যাডের নন্দিত চলচ্চিত্র ও থিয়েটার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার করজোসট ও ফজানুসসী।
মেঘ আরো জানান, আসাম সরকারের জ্যোতিচিত্র বনের আয়োজনে উৎসবের সহযোগি হিসাবে থাকছেন ড. ভূপেন হাজারিকা আঞ্চলিক চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট এবং আসাম রাজ্য সরকার।
মনজুরুল ইসলাম মেঘ’র আরও খবর :
⇒ দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত মনজুরুল ইসলাম মেঘ
উৎসব অনুষ্ঠিত হবে জ্যোতিচিত্রবন এবং শ্রীমান সংকর দেব কলা ক্ষেত্র’র বিভিন্ন অডিটরিয়ামে।সাত দিনব্যাপি ৩য় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬৫ দেশের প্রায় শতাধিক সেরা চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের থিম সং `সারা বিশ্ব এক পরিবার’।
মনজুরুল ইসলাম মেঘ জানান, ভারতের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা করা সেরা ছবিকে পুস্কার প্রদান করা হবে।সেরা ছবির জন্য ২ দুই লক্ষ ৫০ হাজার রুপি, স্পেশাল মেনশন সিনেমা ১ লাখ ৫০ হাজার রুপি এবং সেরা পরিচালককে স্পেশাল জুরী পুরস্কার হিসাবে ৫০ হাজার রুপি উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রদান করা হবে।
তিনি আরো জানান, এইবার উৎসবে আটটি বিভাগ রাখা হয়েছে। ওয়ার্ল্ড সিনেমা, ইন্ডিয়ান শোকেজ, কম্পেটিশন সেকশন, নর্থ-ইস্টকালেইদোস্কোপ, ট্রিবিউট সেকশন ( গ্রীরিস কার্নাড ও মৃনাল সেন), রেট্রোসপেক্টিভ সেকশন (করজোসট ও ফজানুসসী) ১৫০ বর্ষপূর্তি মহাত্না গান্ধী এবং ইন্ডিয়ান প্যানোরমা।
মনজুরুল ইসলাম মেঘ জানান, বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহণ করছেন তৌকীর আহমেদ পরিচালিত “ফাগুন হাওয়ায়” এবং নুর ইমরান মিঠু পরিচালিত “কমলা রকেট” দুটি সিনেমাই প্রদর্শিত হবে ৫ নভেম্বর।
উৎসবে বাং লাদেশ থেকে জুরি হিসাবে অংশগ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা আবু সাঈদ। মেঘ আরো জানান, বাংলাদেশ থেকে চলচ্চিত্র নায়িকা অধরা খান উৎসবে আমন্ত্রণ পেলেও শুটিং চলার কারণে তার অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি জানিয়েছেন আগামি ৪ নভেম্বর উসবে অংশগ্রহণ করতে পারেন।
তৃতীয় গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যান ব্যানেগাল ও চলচ্চিত্র নির্মাতা গ্রীসকাসারভালি। উল্লেখ্য, গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ৮ নভেম্বর মনজুরুল ইসলাম মেঘ কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন। ৯ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য “বাংলাদেশ বইমেলা”য় সাহিত্য আলোচনার একটি অধিবেশনেও অংশগ্রহণ করবেন।