নিজস্ব প্রতিবেদক:
বাংলা বিহার উড়িষ্যার হে মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব… তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিওনা, তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেবো না, আমি বেঁচে থাকতে তারা দুর্গ তৈরি করতে পারবেনা, তোমার অন্তিম সময়ে তোমার মসনদ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমরণ আমি তা পালন করবো, তুমি শান্ত হও, প্রসন্ন হও, দাদু সাহেব, নবাব আলীবর্দি খা………। বাংলার শেষ স্বাধীন শাসক নবাব সিরাজউদ্দৌল্লা সিনেমায় নবাব সিরাজউদ্দৌল্লা চরিত্রে অভিনয় করে যুগ যুগ ধরে খ্যাতিমান হয়ে আছেন অভিনেতা আনোয়ার হোসেন। এ ছবিতে অভিনয়ের পর থেকে তাঁকে চলচ্চিত্রের মুকুটহীন নবাব বলা হয়।
দীর্ঘ ৫২ বছরের অভিনয় জীবন তাঁর। পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে জীবন থেকে নেয়ার মতো কিছু কালজয়ী সিনেমাও আছে তাঁর অভিনয়জীবনে। নানা চরিত্রে রুপদান করে তিনি নিজ জাত চিনিয়েছেন চলচ্চিত্রে। মুকুটহীন নবাবের খ্যাতি পাওয়া পরবর্তীতে জহির রায়হানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়ায় বিপ্লবী ছাত্রনেতার ভূমিকায় অভিনয় করে খ্যাতিমান হয়েছেন। এছাড়া গ্রামের মজুর শ্রেণির প্রতিনিধি হয়ে অভিনয় প্রতিভায় তিনি ছিলেন সিদ্ধহস্ত।
এ কীর্তিমান অভিনেতা ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৮৮তম জন্মদিন। এ দিনে কালচারাল ইয়ার্ড তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
আনোয়ার হোসেনের পিতার নাম নজির হোসেন ও মায়ের নাম সাঈদা খাতুন। সরুলিয়াতেই কেটেছে ছেলেবেলা। ১৯৫১ সালে জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজে আইএ করেন তিনি। স্কুলজীবন থেকেই নাটকে অভিনয়ের হাতেখড়ি। প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন। বিয়ে করেন নাসিমা খানমকে।
আনোয়ার হোসেন ১৯৫৮ সালে ‘তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু করেন।
কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের আরও খবর
⇒ বাংলা সিনেমার মুকুটহীন নবাবের জন্মদিন
আনোয়ার হোসেনের অভিনীত অসংখ্য চলচ্চিত্রের মধ্যে কিছু ছবি কালজয়ী হয়ে আছে। যেগুলোর আবেদন কখনই কমার নয়। এগুলোর মধ্যে আছে নবাব সিরাজউদ্দৌলাহ, কাঁচের দেয়াল, জীবন থেকে নেয়া, ধীরে বহে মেঘনা, রূপালী সৈকতে, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, সূর্যস্নান, লাঠিয়াল, সূর্য সংগ্রাম, নাচঘর, দুই দিগন্ত, শহীদ তিতুমীর, ঈশা খাঁসহ অসংখ্য ছবি।
‘সূর্য সংগ্রাম’ নায়ক হিসেবে আনোয়ার হোসেনের শেষ ছবি। তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন।
২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে আনোয়ার হোসেন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান অন্যভুবনে। তাকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।