চলছে ‘১৩ শত নদী শুধায় আমাকে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
নদীমাতৃক দেশ বাংলাদেশের নদীর সৌন্দর্য ও নদীর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ তুলে ধরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে শিল্পকলা একাডেমি একযোগে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের পরিকল্পনায় রয়েছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে চলছে এ আয়োজন। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘১৩ শত নদী শুধায় আমাকে’।
১ নভেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান। চলবে সারামাস জুড়ে। নাটোর, বগুড়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, মৌলভীবাজারসহ ১৫টি জেলায় এই অনুষ্ঠান অয়োজিত হচ্ছে।
এ অনুষ্ঠানের মাধ্যমে নদীর নদীর বৈশিষ্ট্যপূর্ণ আচরণ তুলে ধরে সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ করা হচ্ছে। এর মধ্যে আছে জলবায়ু পরিবর্তন, নদীর দু’পাশে গড়ে ওঠা নগর ও বন্দর এবং পানির দূষণসহ নদী বিলীন রোধ বিষয়গুলো আছে।
এ আয়োজনের অংশ হিসেবে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি গত ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় বরিশাল জেলা নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমির কীর্তনখোলা নদীর তীরে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার হাসান রশীদ মাকসুদ। আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথিরা বরিশালের নদীসহ সকল নদীরক্ষায় আমাদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এদিকে ৬ নভেম্বর বিকাল ৩টায় মৌলভীবাজার জেলার মনু নদীর পাড়ে চাঁদনীঘাট ব্রিজের কাছে জেলা শিল্পকলা একাডেমি নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ সব অনুষ্ঠানে নদীভিত্তিক গান, নৃত্য, কবিতা ও লোকগান পরিবেশন করা হয়। মাসব্যপী অনুষ্ঠানে জেলায় জেলায় নদীর গান, নদীর কবিতা ও নদীর লোকগান পরিবেশনার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।