অমিতাভ ও সায়নী হয়ে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছে কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের জয়া আহসান। অতনু ঘোষ নির্মিত চলচ্চিত্রটির টিজার প্রকাশ পেয়েছে রবিবার (১০ নভেম্বর)। ছবিটি আগামী ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।
অমিতাভ ও সায়নী ছবিটির প্রধান চরিত্র। ঘৃণা, প্রেম ও প্রতারণা। এই তিন বিষয় নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এটি অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’ ট্রিলজি। এই ট্রিলজীর দ্বিতীয় ছবি ‘বিনি সুতোয়’। তবে ছবিটি মুক্তির আগেই এর তৃতীয় ছবি ‘রবিবার’ মুক্তি পাচ্ছে।
এই প্রসঙ্গে অতনু ঘোষ বলেন, ‘বিনি সুতোয়’ ছবিটি বেশ কয়েকটি উৎসবে পাঠানো হবে। ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি দেয়া হলে উৎসবগুলোতে দেখানো যাবে না। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ট্রিলজির প্রতিটি ছবির গল্প আলাদা। ‘রবিবার’ সিনেমাটি আগে মুক্তি পেলেও দর্শকের ছবি বুঝতে কোনো সমস্যা হবে না। তাই আগে-পরে মুক্তি পাওয়ার বিষয়টি প্রভাব ফেলবে না।
সম্প্রতি ছবির পোস্টার অবমুক্ত হয়েছে। রবিবার প্রকাশিত হলো ছবিটির ৩৩ সেকেণ্ডের টিজার।
টিজার দেখে বুঝা যায়, ছুটির দিন রোববারে তাদের মন ভালো নেই। দীর্ঘদিনের জমে থাকা রাগ ও অভিমানে ভারী দুজনের মন। এরপর দেখা যায় ট্রেন ছেড়ে যাচ্ছে, জয়া বসে আছেন প্ল্যাটফর্মে। কোথায় যাচ্ছেন। দুটি ভালবাসার মানুষের টানাপোড়েন ও অভিমান-ভালোবাসার রসায়ন ফুটে উঠবে ছবিটিতে সেটাই বোঝা যায়।