প্রখ্যাত কথাসাহিত্যিক ও নন্দিত নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতিবারের মতো বসছে ‘হুমায়ূন মেলা’। এ মেলাকে ঘিরে হুমায়ূন ভক্তদের আনাগোনায় মুখর করতে নেওয়া হয়েছে নানা আয়োজন। হলুদ পাঞ্জাবিতে হিমুপ্রেমীরা সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন। হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন ও হুমায়ূন ভক্তরা উপস্থিত থাকবেন মেলায়।
বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজন চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। এছাড়া টেলিভিশনটিতে থাকছে হুমায়ূন স্মরণে গান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী। ‘হুমায়ূন মেলা’য় হুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা অনুষ্ঠিত হবে। তাঁর লেখা থেকে আবৃত্তি পরিবেশনা করা হবে।
চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজ ও রেডিও ভূমি’তে।অনুষ্ঠানটি সম্প্রচার হবে। হুমায়ূন আহমেদের বই, তার নির্মিত চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডিসহ বিভিন্ন ধরণের পণ্য ও সেবা পাওয়া যাবে সাজানো স্টলগুলোতে।