জয়ন্ত চট্টোপাধ্যায় পাচ্ছেন কণ্ঠশীলনের ‘নরেন বিশ্বাস পদক’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাসের জন্মদিবস শনিবার (১৬ই নভেম্বর)। এ উপলক্ষে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আলোচনা, সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে কণ্ঠশীলন। এদিন আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়কে নরেন বিশ্বাস পদক-২০১৯ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে থাকছে জয়ন্ত চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ও গদ্য আবৃত্তি-পাঠ নিয়ে পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাহিত্যিক সেলিনা হোসেন ও কবি হাবীবুল্লাহ সিরাজী।
উল্লেখ্য, জয়ন্ত চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় আবৃত্তিকার ও অভিনেতা। অসংখ্য মঞ্চ নাটক, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার জাত চিনিয়েছেন। তার বাবা কালীকানন্দ চট্টোপাধ্যায়ও ছিলেন একজন ভালো আবৃত্তিকার। কৃষ্ণপক্ষ, ঘেটুপুত্র কমলা, আমার আছে জল, মেড ইন বাংলাদেশ, নয় নম্বর বিপদ সংকেত, জয়যাত্রা, মাটির ময়না, সত্তাসহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।