নিজস্ব প্রতিবেদক :
‘ক্যাসিনো’ সিনেমা নিয়ে কেলেঙ্কারির জন্য চিত্রনায়ক নিরবকে ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রফিক শিকদার। কি সেই কেলেঙ্কারি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ক্যাসিনো’ নামে যে মুভিটা হচ্ছে বা করছে। এটা আমার মুভি ছিলো। আমার অজান্তে নিরব এটার পেছনে কলকাঠি নেড়ে প্রডিসারকে বাগিয়ে নিয়ে সৈকত নাসিরকে দিয়েছে। তখন আমি তাকে আমার ‘বসন্ত বিকেল’ থেকে বাদ দিয়েছি।’ আর এই কেলেঙ্কারির জন্যই নিরব বাদ।
সোমবার (১৮ নভেম্বর) কালচারাল ইয়ার্ডের সঙ্গে একান্ত আলাপে পরিচালক রফিক শিকদার এ কথা জানান।
সম্প্রতি মহরতের আগেই পরিবর্তন করা হয় পরিচালক রফিক শিকদারের নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’-এর নায়ক-নায়িকা। প্রথমে নায়ক হিসেবে চিত্রনায়ক নিরব এবং তার বিপরীতে নবাগত মডেল-অভিনেত্রী উষ্ণ হক চুক্তিবদ্ধ হলেও ছবিতে থাকছেন না তারা। নতুন করে চুক্তিবদ্ধ হলো আরেক জুটি। এখন নায়ক হিসেবে থাকছেন ‘দেশা দ্যা লিডার’ খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র। তার বিপরীতে নায়িকা হচ্ছেন অভিনেত্রী ও মডেল হুমায়রা সুবহা।
এ বিষয়ে রফিক শিকদার বলেন, ‘আসলে বিষয়টি অনেক জটিল। নিরবের ক্ষেত্রে অনেক জটিল একটা ঘটনা আছে এখানে। এর আগে আমি তাকে দু’টো ছবিতে ব্রেক দিয়েছি। তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো ছবির ব্রেকটা সে আমার কাছ থেকেই পেয়েছে। তারপর এই মুভিতেও আমি তাকে নিয়েছিলাম। সে যা করেছে সেটা বলার মত না। লজ্জার ব্যাপার। নিজেরও লজ্জা লাগে কথাগুলো বলতে। ’
এ সংক্রান্ত আরও খবর :
⇒ ‘ক্যাসিনো’ নিয়ে রফিক শিকদারের দাবিকে ‘বানোয়াট’ বললেন প্রযোজক
তিনি বলেন, ‘ছবির গল্পের জায়গা থেকেও নিরব যাচ্ছিলো না। তারপরেও নিয়েছি শুধুমাত্র সম্পর্কের জায়গা থেকে।’
এ সময় তিনি আরও বলেন, ‘‘ক্যাসিনো’ নামে যে মুভিটা হচ্ছে বা করছে। এটা আমার মুভি ছিলো। আমার অজান্তে নিরব এটার পেছনে কলকাঠি নেড়ে প্রডিসারকে বাগিয়ে নিয়ে সৈকত নাসিরকে দিয়েছে। তখন আমি তাকে আমার ‘বসন্ত বিকেল’ থেকে বাদ দিয়েছি।’ মুলত ক্যাসিনো কেলেঙ্কারির কারণেই নিরব বাদ! যেটা আমি আশা করি নাই। যে ছেলেটাকে সর্বোচ্চ ব্রেক আমি দিয়েছিলাম। যে ছেলেটাকে নিয়ে কেউ ভাবে না আমি ভাবি….. এই হলো অবস্থা! আমি প্রডিউসার যোগার করে ওকে নেই। জানি আমার ক্যারিয়ারে ১২টা বাজবে, তারপরেও নেই। আর আমার প্রডিউসার ভাগিয়ে ও নিয়ে যায় আরেক জায়গায়, এটা একটা কলঙ্কজনক অধ্যায়। এটা ভুলবার নয়।’
এ সময় নির্মাতা জানান, আগামী ২৩ নভেম্বর এফডিসিতে সন্ধ্যা সাতটায় ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হবে। মহরতের পর আগামী ৫ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
এদিকে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নতুন নায়ক-নায়িকাসহ ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। ‘বসন্ত বিকেল’ সিনেমাটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। আরবিএস টেক লিমিটেডের ব্যানারে নির্মিত এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনেতা তানভীর তনুকে দেখা যাবে।
‘বসন্ত বিকেল’ সিনেমার আরও খবর :
⇒ এফডিসিতে ‘বসন্ত বিকেল’র জমকালো মহরত
‘বসন্ত বিকেল’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও করেছেন রফিক শিকদার নিজেই।
প্রসঙ্গত, ২০১৬ সালে মুক্তি পায় রফিক সিকদারের প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’। এরপর তিনি নির্মাণ করেন ‘হৃদয়জুড়ে’, এটি খুব শীঘ্রই মুক্তির সম্ভাবনা রয়েছে। এই দু’টো ছবিতে নিরব ছিলেন।
চিত্রনায়ক নিরব হোসেনের আরও খবর :
⇒ নিরবের প্রশংসায় শাকিব খান
⇒ নিরবের মালয়েশিয়ান ছবি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি
⇒ নিষেধাজ্ঞা কাটিয়ে নিরবের ছবি মালয়েশিয়ায়