সুরকার হিসেবে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার আবির্ভাব হয়েছে বেশ কয়েক বছর আগে। ইতোমধ্যেই তাঁর সুরে সিনেমার প্লেব্যাকসহ দু’টি গান প্রকাশিত হয়েছে। এবার রুনা লায়লার সুরে গান গাইবেন উপমহাদেশের বরেণ্য শিল্পী চার শিল্পী। নিজের একটি গানসহ তাদের নিয়ে আসছে পাঁচটি গানের মিউজিক ভিডিও ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’।
দেশের বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক প্রযোজিত ভিডিও অ্যালবামে গান গেয়েছেন ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে, হরিহরণ, আদনান সামি এবং পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান।
‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ প্রসঙ্গে রুনা লায়লা জানান, ইতোমধ্যেই পাঁচটি গানের মধ্যে চারটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দু’টির রেকর্ডিং লন্ডনে হয়েছে। বাকি তিনটি গানের রেকডিং হয়েছে মুম্বাইতে। হরিহরণ গেয়েছিলেন প্রথম গানটি। এরপর আদনান সামি ও আশা ভোঁসলে। রাহাত ফতেহ আলী খানের গানটির ভয়েস রেকর্ড এখনও হয়নি। দুই-এক দিনের মধ্যে সেটা হয়ে যাবে।
গানের সুর করা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘পাঁচ দশক শিল্পী হিসেবেই মানুষের ভালোবাসা পেয়ে আসছি। সুর করার ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আলমগীর সাহেব। তার প্রযোজনা ও পরিচালনায় একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্যই আমার প্রথম সুর করা। আমার সুরে ফেরাতে পারিনি গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার সুরে এ প্রজন্মের শিল্পী তানি লায়লা, আঁখি আলমগীর, হৈমন্তী রক্ষিত ও লুইপার গান আসবে শিগগিরই। সব কটি গানের মিউজিক ভিডিওর নির্মাণ কাজ চলছে। ভিডিও নির্মাণ করছেন শাহরিয়ার পলক। আগামী ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে পাঁচটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।’
সম্প্রতি প্রকাশিত রুনা লায়লার গাওয়া ও সুরকরা গান : ফেরাতে পারিনি (Ferate Parini)