বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালেরে আইসিইউতে ভর্তি হয়েছেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রগ্রাহকের অবস্থা আশংকাজনক। রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
তাঁর পরিবার থেকে জানানো হয়েছে, তিনি রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে লাংসের মধ্যে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত পরিবারের লোকেরা তাঁকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান।
মাহফুজুর রহমান খান বাংলাদেশের একজন পেশাদার সিনেমাটোগ্রাফার। ১৯৭২ সালে তিনি প্রথম সিনেমায় কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।