আজ বিয়ের পিড়িতে বসছেন দুই বাংলার দুইজন তারকা উপস্থাপক, মডেল, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা এবং কলকাতার স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জী। দুই পরিবারের ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে একেবারেই ঘরোয়াভাবে এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ মুঠোফেনে এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান মিথিলা।
ইতোমধ্যেই বিয়ের সকল কেনাকাটা সম্পন্ন করেছেন তারা। মেয়ে আইরাকে গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় সৃজিতের বাসায় যান মিথিলা। এরপর তার (মিথিলা) পরিবারের কাছের লোকজন আসে। সেখানেই আজ তাদের বিয়ে হচ্ছে। বিয়ের পর একটি হোটেলে হবে খাওয়া-দাওয়ার পর্ব।
মিথিলা-সৃজিতের বিয়ে
আগামীকাল শনিবার হানিমুনের জন্য সুইজারল্যান্ড যাবে এই তারকা দম্পতি। হানিমুনের পাশাপাশি সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য রেজিস্ট্রেশন করবেন মিথিলা। থাকবেন সপ্তাহখানেক।
সৃজিত মুখার্জী ও মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো বছরের শুরু থেকেই। কিন্তু বিষয়টি অস্বীকার করে আসছিলেন তারা দুইজন।
মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। দু’জনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোক ফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।-এমন দু’টি খবর গুঞ্জন হয়ে বাতাসে বেড়িয়েছে সম্প্রতি।
গত মার্চে কলকাতার একাধিক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে যে, সৃজিত মুখার্জির জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী। তিনি হলেন বাংলাদেশের মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে। এমনকি বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা যাচ্ছিল তাদের।
সৃজিত পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে। তখন খুশিতে একটি প্রাইভেট পার্টি দেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধু-বান্ধব ছাড়াও ছিলেন মিথিলা। সৃজিতের রাজারহাটের বাড়িতে এই পার্টির আয়োজনের পর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। গুঞ্জন থেকে এখন বিষয়টি গড়িয়েছে বিয়ে পর্যন্ত।