আজ সারাদেশে মুক্তি পেয়েছে উত্তম আকাশ পরিচালিত চলচ্চিত্র ‘প্রেম চোর’। এই ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় নতুন জুটির অভিষেক হলো। নবাগত শান্ত খান ও কলকাতার নেহা আমানদীপ; দু’জনেরই এটা প্রথম চলচ্চিত্র। ছবি ঢাকাসহ সারাদেশের অর্ধশত হলে মুক্তি পেয়েছে।
কলকাতার নেহা আমানদীপ মুলত পাঞ্জাবি। ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ওম নব শিবা’ এবং জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়ালে কাজ করেছেন তিনি।
ছবিটি নিয়ে পরিচালক উত্তম আকাশ বেশ আশাবাদি। তিনি জানান, নতুন জুটি নিয়ে সিনেমা বানানো একটা বড় চ্যালেঞ্জ। তবে শান্ত, নেহাসহ সকলে খুব ভালো অভিনয় করেছে। আমার বিশ্বাস দর্শক এই ছবিটি পছন্দ করবে।
ছবির নায়ক শান্ত জানান, ‘প্রেম চোর’ আমার প্রথম সিনেমা। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। শুটিংয়ের আগে নাচ, মারপিট ও অভিনয়য়ের তালিম নিয়েছিলাম। তাই কাজটা করতে একটু সুবিধা হয়েছিলো। সম্পাদনার টেবিলে আমার কাজ দেখে বেশ কয়েকজন গুণী মানুষ প্রশংসা করেছেন, এটা আমার জন্য বিরাট পাওয়া।
প্রেম চোর সিনেমার হললিস্ট
শান্ত-নেহা ছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টলিউডের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, ঢালিউডের ডিজে সোহেলসহ আরও অনেকে।