জন্মদিন সবার জন্য একটি বিশেষ দিন। এইদিনে প্রিয় মানুষদের কাছ থেকে নানা উপহার পাওয়া যায়। আর সেটা যদি হয় ছবির সাইনিং! ঠিক এমনটাই ঘটেছে শুক্রবার (৬ ডিসেম্বর) জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর এবারের জন্মদিনে। তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ঢালিউডের অন্যতম সফল পরিচালক সাফিউদ্দিন সাফি। এটা তার ২৫তম সিনেমা।
ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করেন নবাগত উষ্ণ হক। ইতোমধ্যেই তারা চুক্তিবদ্ধ হয়েছেন। শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সিমোটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
‘সিক্রেট এজেন্ট’ সিনেমার মহরত
এ প্রসঙ্গে নির্মাতা সাফিউদ্দিন সাফি বললেন,’আমার ক্যারিয়ারে ২৫টি চলচ্চিত্র পরিচালনার সৌভাগ্য আমার হচ্ছে। আমি এর জন্য ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সহ আমার বাকি ২৪টি চলচ্চিত্রের প্রযোজক,শিল্পী ও দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’
চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ‘সিক্রেট এজেন্ট’ সিনেমার শুটিং শুরু হবে।
ছরি নায়িকা নবাগত উষ্ণ হক জানান, বিষয়টি তিনি নিজেও জানতেন না। বাপ্পি চৌধুরীর জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বড় করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। এখানেই সিনেমার নাম ঘোষণা করা হয়। এতে সবাই সারপ্রাইজড হয়।
‘সিক্রেট এজেন্ট’ ছবি প্রসঙ্গে উষ্ণ হক বলেন, ‘খুব ভালো লাগছে। সাফি ভাইয়ের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য বড় একটি অর্জন। বাপ্পী দেশের একজন জনপ্রিয় চিত্রনায়ক। আশা করছি আমাদের জুটি দর্শকরা গ্রহণ করবেন।’