দীর্ঘদিন পরে আবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী। গানের শিরোনাম ‘ও সাঁঝ বেলা’। ইতোমধ্যেই গানটিতে কণ্ঠ দিয়েছেন গত কয়েক দশ ধরে শ্রোতাপ্রিয় এই কণ্ঠশিল্পী।
‘ও সাঁঝ বেলা’ গানটির কথা লিখেছেন সঞ্জয় মুখার্জি। তানিম হায়াত খান রাজিত সুর করেছেন। সঙ্গীতায়োজনে ছিলেন ইজাজ ফারাহ।
সম্প্রতি দু’টি গানের মিউজিক ভিডিও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন আলী নূর আশিক।
ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে স্টুডিও বেইজড গান দু’টি শিগগিরই প্রচার হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে গানের ক্যারিয়ার শুরু করেন ডলি সায়ন্তনী। তার এই তিন দশকের ক্যারিয়ারে প্লেব্যাক করেছেন সাত শতাধিক চলচ্চিত্রে। ১৫টি একক অ্যালবাম ও শতাধিক দ্বৈত ও মিশ্রিত অ্যালবামের কাজ করেছেন তিনি।