কক্সবাজারে শুরু হচ্ছে গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে শুরু হচ্ছে ৯দিনব্যপী অভিবাসন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম ) গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভালের (জিএমএফএফ) আয়োজন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন-বিষয়ক চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে।
বিনোদনের পাশাপাশি অভিবাসনের প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করতে জিএমএফএফ মূলত এ উৎসবের আয়োজন করে।অভিবাসীরা নিজ নিজ জনগোষ্ঠীর জন্য যে অবদান রাখছে তাও তুলে ধরা হয় এ উৎসবে। জিএমএফএফ বিভিন্ন দেশ থেকে পাওয়া বিশ্বের ৯০টি দেশে অনুষ্ঠিত ৩০টিরও বেশি প্রামাণ্যচিত্র ও কাহিনীচিত্র প্রদর্শন করেছে।
এবারের ১৮টি সিনেমার মধ্যে বাংলাদেশি পরিচালক প্রসূন রহমানের ‘দ্য বার্থ ল্যান্ড’ প্রদর্শিত হবে। ছবিটিতে কক্সবাজারের এক গর্ভবতী নারীর পরিচয় সংকটের গল্প তুলে ধরা হয়েছে।
এ উৎসব ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ১৮ ডিসেম্বর বুধবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আইওএম বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগৌরি জানান, এই ডিসেম্বরে কক্সবাজারে জিএমএফএফ আয়োজনে অনন্য একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি। যার মাধ্যমে অভিবাসন ইস্যু নিয়ে কক্সবাজার শহরের গুরুত্ব গোটা বিশ্বে প্রথম সারিতে রাখা হবে।
দর্শকরা এই চারদিনের প্রদর্শনীতে আসবেন এবং চলচ্চিত্রগুলো উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন আইওএম বাংলাদেশ মিশনের প্রধান।