মহান বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘স্বপ্নের বাড়ি’। নাটকটি গল্প লিখেছেন শিশুসাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। এটি ‘বাড়ি’ নাটকের সিক্যুয়েল।
পরিচালক অরুণ চৌধুরী জানান, ‘স্বপ্নের বাড়ি’ নাটকটি ‘বাড়ি’ সিক্যুয়েলের চৌদ্দতম নাটক, যার দৈর্ঘ্য এক ঘন্টা।
নির্মাতা বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে চ্যানেল আই-এর জন্য আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে।
ঢাকা শহরের একটি পুরাতন বাড়ি বিক্রির উদ্যোগ নেয় বাড়ির মালিক। তাতে বাধ সাধলো মালিকের একমাত্র মেয়ে। সাথে প্রবল আপত্তি তোলে নাতনি। সেখান থেকেই নাটকের গল্প শুরু।
মুক্তিযুদ্ধের এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, রুনা খান, কে এস ফিরোজসহ আরও অনেকে।
বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর রাত আটটায়টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’তে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।