অর্ধ শতাধিক হলে মারুফ-অরিনের ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন চিত্রনায়ক কাজী মারুফ। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা নিশাত জেরিন অরিন। ছবি ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। ঢাকাসহ সারাদেশের অর্ধ শতাধিক হলে মুক্তি পেয়েছে মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমাটি।
ঝিলিক কথাচিত্রের ব্যানারে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা মুস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ রক্ষার কথাই বলা হয়েছে এখানে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় আয়ের উৎস এই শিল্পের ক্ষতি করার জন্য যে একটি মহল ষড়যন্ত্র করছে, সেই বিষয়ও উঠে এসেছে ছবিতে।’
চিত্রনায়ক মারুফ বলেন, ‘অসাধারণ একটি চিত্রনাট্য নির্ভর সিনেমা এটি। অনেকদিন পর এই সিনেমা দিয়ে আমি পর্দায় ফিরবো। আশা করছি ভালো কিছুই হবে।’
চিত্রনায়িকা অরিন বলেন, ‘‘আমার ফিল্ম ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ছিন্নমূল’-এ নায়ক ছিলেন কাজী মারুফ। এটি আমাদের জুটির দ্বিতীয় সিনেমা। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’’