‘বাংলার মাটিতে লেখা কত নাম রক্তাক্ষরে, মুক্তিযুদ্ধের সে কথা বলো ভুলে যাই কি করে? স্বদেশকে ভালবেসে যারা জীবনটা দিয়ে গেছে হেসে, তাদেরই জন্য এ মালা কথা সুরে গাঁথা স্মৃতি বুকে রাখি ভরে।’ – এমন কথামালায় দীর্ঘদিন পর দেশের গানে কণ্ঠ দিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে মিউজিক ভিডিও।
এব্যাপারে সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর হৃদয় নিঙড়ানো কথায় একটি গান গাইলাম। দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভাইদের যে ত্যাগ তা তো শোধ করার নয়। তবে এই গানটি আমার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’
গানটি লিখেছেন গীতিকার সহিদ রাহমান। সুর করেছেন আলাউদ্দীন আলী। সঙ্গীতায়োজন ছিলেন জনপ্রিয় সঙ্গীতপরিচালক মকসুদ জামিল মিন্টু।
গানটি প্রসঙ্গে গীতিকার সহিদ রাহমান বলেন, ‘সকল প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। শিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিনকে বেছে নেওয়ার কারণ হলো- তিনি সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। তার গায়কীর জন্যই গানটি সহজে সবার কাছে পৌঁছে যাবে বলে বিশ্বাস করি।’
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর জন্য শুটিং করা হয়। এই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’তে দেখানো হবে এই দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিওটি। একইদিন এটি প্রকাশ করা হলে ইউটিউবে।