অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ১১ জানুয়ারি
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স এবং বেটার সোসাইটি’-এই স্লোগানে বরাবরের মতো আয়োজিত হতে যাচ্ছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১১ জানুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।
রেইনবো ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, এবারের উৎসবে ৭৪টি দেশের প্রায় ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে ‘এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা সেকশন, সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন ফিল্মস্ সেকশন, ওম্যান ফিল্ম মেকারস্ সেকশন, শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস্ সেকশন এবং স্পিরিচুয়াল ফিল্মস্ সেকশন’-এই ৭টি বিভাগে ছবিগুলো প্রতিযোগিতা করবে।
উৎসবের ছবিগুলো প্রদর্শন হবে- রাজধানীর অঁলিয়স ফ্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘর মিলনায়তন, মধুমিতা হল ও স্টার সিনেপ্লেক্সে।