নিজস্ব প্রতিবেদক :
আফসানা মিমি, শোবিজ অঙ্গনের এক জনপ্রিয় নাম। একাধারে তিনি একজন মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী, সংগঠক ও পরিচালক। গ্ল্যামার, অপূর্ব অভিনয়, সাবলীল উপস্থাপনা আর চৌকস নির্দেশনা; সব মিলিয়ে বহুমাত্রিক প্রতিভাধারী তিনি। আজ তাঁর জন্মদিন।
কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।
১৯৬৮ সালের আজকের এই দিনে (২০ ডিসেম্বর) ঢাকাতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। বাবা সৈয়দ ফজলুল করিম সরকারি চাকুজীবি ছিলেন। মা শিরীন আফরোজ যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের সাথে। মিমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন।
আফসানা মিমির অভিনয় ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো ১৯৮৬ সালে মঞ্চ থেকে। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘রাজদর্শন’। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, অভিনেতা ও নির্দেশক প্রয়াত সৈয়দ মহিদুল ইসলাম। এরপর যুক্ত হন নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে। অভিনয় করেন ‘দর্পণ’, ‘নূরুলদীনের সারাজীবন’, ‘দর্পণে শরৎশশী’, ‘ঈর্ষা’ নাটকে।
প্রয়াত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এবং নাট্যকার আবদুল্লাহ আল মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে মিমির ছোটপর্দায় অভিষেক হয়। এরপর ‘বউ কথা কও’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘সবুজ সাথী’, ‘নক্ষত্রের রাত’সহ অসংখ্য নাটকে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন : চঞ্চল-সিয়াম-মিমির ‘পাপ-পুণ্য’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
বিজ্ঞাপনচিত্রেও সমান জনপ্রিয় ছিলেন মিমি। মেরিল ট্যালকম পাউডার, লাক্স বিউটি সোপ, মেরিল বিউটি সোপ, ফিনলে চা’সহ অনেক বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন তিনি। ‘লাক্স’-এর আন্তর্জাতিক বাজারজাতকরণে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তিনি প্রতিনিধিত্ব করেছেন।
সাংস্কৃতিক অঙ্গনের আরও খবর
⇒ মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী আজ
২০০০ সালে পরিচালনায় আসেন আফসানা মিমি। তার পরিচালিত প্রথম নাটক ‘বন্ধন’। এরপর ‘ডল’স হাউস’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘সমান্তরাল’, ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেন।
‘মনের কথা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করে ব্যাপক আলোচিত হন তিনি।
নির্মাতা আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯২ সালে সিনেমায় পর্দাপণ করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পাড়ে’, ‘কাজলের দিনরাত্রি’, ‘প্রিয়তমেষু’ অন্যতম।
২০১৩ সালে লেখক মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘ক্যাম্প’ অবলম্বনে ‘রান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেন। তবে সিনেমাটি এখনও অসমাপ্ত অবস্থায় আছে।
১৯৯৫ সালে অভিনেতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েতের সাথে বিবাহ বন্ধনে অবদ্ধ হন মিমি। যদিও এটা প্রেমের বিয়ে ছিলো, কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে ১৯৯৬ সালে তাদের সংসার ভেঙ্গে যায়।
সর্বশেষ জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম’র ‘পাপ-পূণ্য’ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি। আগামী ৪ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে মিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদসহ আরও অনেকে।