অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোয়েন্দাগিরি’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলতি বছর ২৬ জুলাই মুক্তি পেয়েছিলো নাসিম সাহনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু শুরু হওয়া অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হতে যাচ্ছে ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ায় ভালো লাগছে। এর মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের কাছে সিনেমাটির বার্তা পৌঁছে যাবে।’
‘গোয়েন্দাগিরি’ সম্পর্কে তিনি জানান, ‘শখের গোয়েন্দাদের কাহিনী হচ্ছে ‘গোয়েন্দাগিরি’। অনেক সময় নিয়ে করা হয়েছে এই ছবিটির চিত্রনাট্যে। বৈচিত্র্যময় লোকেশন হয়েছে এর শুটিং।’
আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, শম্পা হাসনাইন, কচি খন্দকার, সীমান্ত আহমেদ, মিম চৌধুরী, টুটুল চৌধুরী, তারেক মাহমুদ, তানিয়া বৃষ্টি, শিখা খান, প্রিন্স, ইশরাত চৈতিসহ আরও অনেকে।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি। এবারের স্লোগান- ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’। উৎসবে অংশ নিচ্ছে ৭৪ দেশের ২২০টি ছবি।