বিশেষ প্রতিবেদক :
গায়ক মানেই সুমধুর কণ্ঠের জাদুতে মোহিত করবে শ্রোতাদের। দিবে সুখ, দুঃখ কিংবা বেদনার এক অম্লান অনুভুতি। আর নায়ক মানেই গল্পের কোন চরিত্রকে অভিনয়ের মাধ্যমে একটি অবয়ব দান করবে। দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু এবার নিজেদের নামের আগে গায়ক বিশেষণের সাথে নায়ক বিশেষণটিও যোগ করলেন দেশের দুই জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর ও তাহসান খান।
কাকতালীয়ভাবে আসিফ ও তাহসানের গানের ক্যারিয়ার শুরু হয়েছিলো ১৯৯৮ সালে। নায়ক হিসেবেও ২০১৯ সালে তাদের পথচলা শুরু হলো।
তাহসান খান
ছোটবেলায় শিশু একাডেমিতে, পরবর্তীতে ছায়ানটে ছয় বছর গান শিখেন তাহসান খান। ১৯৯৮ সালে কয়েকজন মিলে ব্যান্ডদল ‘ব্ল্যাক’ গঠন করে অল্টারনেটিভ রক গানের চর্চা শুরু করেন তিনি। পরে অবশ্য ব্যান্ডদলটি ছেড়ে এককভাবে গান গাওয়া শুরু করেন। ২০১২ সালে এসে আবার গঠন করেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’।
তার প্রথম এক অ্যালবাম ‘কথোপকথন’ বের হয় ২০০৪ সালে। এরপর অনেকগুলো একক ও দ্বৈত অ্যালবাম বের হয়। বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। সঙ্গীত পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি।
অভিনেতা হিসেবে তাহসান খানের শুরুটা হয়েছিলো ২০০৪ সাল থেকে ছোটপর্দায়। সংখ্যায় কম হলেও নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।
২০১৯ সালে এসে নায়ক হিসেবে আর্বিভূত হন তিনি। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ঢলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী।
তাহসান খানের আর খবর
⇒ ঢাকাই ছবিতে তাহসান খান ও শ্রাবন্তীর অভিষেক
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান
আসিফ আকবর
২০০১ সালে বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ‘ও প্রিয়া তুমি কোথায়’ অডিও অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসা আসিফ আকবরের শুরুটা হয়েছিলো ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মো. শরীফ উদ্দিন খান দিপু পরিচালিত ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে। এরপর তার একক ও দ্বৈতসহ শতাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্লেব্যাক করেছেন অসংখ্য চলচ্চিত্রে।
সম্প্রতি মিউজিক ভিডিও আকারে গান প্রকাশেও শীর্ষে আছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে সবর উপস্থিতি দেখা যাচ্ছে তার। বছরে প্রায় শতাধিক গান প্রকাশ করছেন তিনি।
গায়ক হিসেবে দুই দশকের অধিক সময় পার করার পর গত ২০ ডিসেম্বর জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন পরিচালিত ‘গহীনের গান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় আসেন আসিফ আকবর।
এটা অবশ্য মিউজিক্যাল ফিল্ম। এতে তারই ৯টি গান রয়েছে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তানজিকা আমিন ও তমা মির্জা।
সঙ্গীতশিল্পী আসিফ আকবরের আরও খবর
⊕ সৈয়দ আব্দুল হাদীর সাথে আসিফ আকবর
⊕ বলিউডের প্লেব্যাকে আসিফ আকবর