বিশেষ প্রতিবেদক :
কমেছে ছবি নির্মাণ। বন্ধ হয়ে যাচ্ছে হল। বেকার হয়ে যাচ্ছে শিল্পীরা। ফলে তৈরি হচ্ছে না নতুন শিল্পী। পুরাতনরাও তৈরি করতে পারছেন না তেমন কোন আলোচনা। সব মিলিয়ে ২০১৯ সাল ছিলো ঢাকাই চলচ্চিত্রের জন্য একটি হতাশার বছর। এর মাঝেও কয়েকজন অভিনেত্রী ছিলেন আলোচনায়। এ বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমায় কিছু ভালো অভিনয় ও নতুন কিছু সিনেমার যুক্ত হয়েছেন তারা। এদের নিয়ে কালচারাল ইয়ার্ডের বছর শেষে সালতামামি।
জয়া আহসান
বর্তমানে ঢালিউড ও টলিউডে সফলতম অভিনেত্রী জয়া আহসান। ২০১৯ সালের প্রথম সপ্তাহে দুই বাংলায় মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘বিসর্জন’ ও ‘বিজয়া’। দু’টোই টলিউডের সিনেমা। সাফটা চুক্তির আওতায় ‘বিসর্জন’ বাংলাদেশে মুক্তি পায়। এই চলচ্চিত্রে অন্যবদ্য অভিনয় করে জয়া ভারতের পশ্চিমবঙ্গের ফিল্মফেয়ার, জি সিনে অ্যাওয়ার্ড, সেরা বাঙালি এবিপি আনন্দ পুরস্কার, হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব, ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসহ নানা আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।
৮ নভেম্বর দেশে তার অভিনীত আমদানি করা ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ মুক্তি পায়। গত ৮ ডিসেম্বর ২০১৭ ও ২০১৮ সালের দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। এতে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দেবী’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। বছরের শেষ সপ্তাহে (২৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। এতে জয়ার বিপরীতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে দুই বাংলায় সারা বছরজুড়েই আলোচনার শীর্ষে ছিলেন জয়া আহসান।
মুক্তির অপেক্ষায় রয়েছে মাহমুদ দিদার পরিচালিত সিনেমা ‘বিউটি সার্কাস’ ও হাবিবুর রহমান পরিচালিত ‘অলাতচক্র’। যুক্ত হয়েছেন অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ ও সামুরাই মারুফের ‘মেসিডোনা’ সিনেমায়। এছাড়া আকরাম খানের ‘নকশি কাঁথার জমিন’ চলচ্চিত্রে জয়া থাকছেন বলে জানা গেছে।
বিদ্যা সিনহা মিম
জয়া আহসানের মত না হলেও দুই বাংলায় বেশ ভালো জনপ্রিয়তা আছে বিদ্যা সিনহা মিমের। ২০১৯ সালে তার অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। দু’টি ঢালিউডে ও একটি টলিউডে। ৮ ফেব্রুয়ারি মুক্তি পায় তারেক শিকদার পরিচালিত সিনেমা ‘দাগ হৃদয়ে’। ১ মার্চ কলকাতায় মুক্তি পায় অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’। সবশেষ ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবি ‘সাপলুডু’। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমাটির কারণে বছরজুড়ে বিশেষভাবে আলোচনায় ছিলেন মিম।
এছাড়া কাজ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’। ছবি দু’টি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
শবনম বুবলি
বছরের একমাত্র ব্যবসা সফল মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ ছবির নায়িকা শবনম বুবলি। ঈদুল ফিতর উপলক্ষে ৫ জুন মুক্তি পায় ছবিটি। ১২ আগস্ট ঈদুল আজহায় মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না’। এই দু’টিসহ টানা ১১টি সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বুবলি। ফলে বছরজুড়েই ছিলেন আলোচনায়।
সম্প্রতি সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমাও কাজ করছেন তিনি। এছাড়াও শাহীন সুমন পরিচালিত ‘ক্রিমিনাল’ অভিনয় করবেন বুবলি।
পূজা চেরি
হালের সবচেয়ে তরুণ অভিনেত্রী পূজা চেরি। অভিনয় গুণে নায়িকা হিসেবে ব্যাপক আলোচিত তিনি। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বিদুলা ভট্টাচার্য পরিচালিত তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম আমার ২’। ইতোমধ্যেই শেষ হয়েছে নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবির কাজ। মুক্তি পাবে খুব শিঘ্রই। শুটিং চলছে এম এ রহিমের ‘শান’ সিনেমার। এছাড়াও অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ ও ‘সময়’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।
পরীমনি
ঢালিউডের গ্লামারস নায়িকাদের মধ্যে পরীমনি অন্যতম। সৌন্দর্য ও অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন ঢাকাই চলচ্চিত্র। কাজ ও নানা কারণে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। ৮ ফেব্রুয়ারি মুক্তি পায় শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’। এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ইতোমধ্যে তার অভিনীত চয়নিকা চৌধুরী ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। রয়েছে মুক্তির অপেক্ষায়।
আরও পড়ুন : বছরের আলোচিত ঢালিউডের পাঁচ নায়ক
এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির দু’টি সিনেমা মুক্তি পেয়েছিলো। বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ ও মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’। সামানে আর আরও বেশ কিছু সিনেমা আসছে। দীর্ঘদিন পরে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এবছর দেশে কোন সিনেমা মুক্তি না পেলেও টলিউডে নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিলো। তবে নির্মিতব্য ‘শাহেনশাহ’, ‘ঢাকা ২০৪০’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার জন্য আলোচনায় ছিলেন তিনি।
ঢালিউডের দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ও টলিউডের সুবীর মন্ডলের ‘শর্টকাট’ সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বছর শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিলো দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। জাজ মাল্টিমিডিয়ার ঘোষিত ‘কাঁটাতারের বেড়া’ ছবির মাধ্যমে হচ্ছে তাঁর প্রত্যাবর্তন।
আরও খবর :
⇒ প্রস্তুতি নিয়েই জাজের ‘কাঁটাতারের বেড়া’ ছবিতে ফিরছেন শাবনূর