নিজস্ব প্রতিবেদক :
শুরু হলো নতুন বছর। বছরের শুরুতেই দেশের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আসলো নতুন ঘোষণা। তাদের আপকামিং দুই বিগ বাজেটের সিনেমায় তারা দুইজন নতুন মুখকে উপহার দিতে যাচ্ছেন। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসিয়াল ফেইসবুক পেইজ নতুন বছরের শুভেচ্ছা বার্তায় থেকে এই ঘোষণা দেয়া হয়।
এরআগে প্রতিষ্ঠানটি বেশ কয়েকজন নতুন মুখ উপহার দিয়েছিলেন। যারা এখন ঢালিউডে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সমৃদ্ধ করছেন দেশের চলচ্চিত্রকে।
জাজ মাল্টিমিডিয়ার শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘মাত্র ১ মিনিট আগে পার হয়ে গেলো আরও একটি বছর। শুরু হলো নতুন বছর ২০২০। আর কয়েক ঘণ্টা পর নতুন বছরের প্রথম সূর্যোদয় হবে। প্রতিবার নতুন বছর এলেই এক ধরনের আনন্দের অনুভূতি আমাদের মনটাকে ছুঁয়ে যায়। কারণ মানুষ নতুনত্বে বিশ্বাসী, নতুনকে সবসময় স্বাগত জানায়।’
জাজের আরও খবর
⇒ প্রস্তুতি নিয়েই জাজের ‘কাঁটাতারের বেড়া’ ছবিতে ফিরছেন শাবনূর
⇒ জাজ মাল্টিমিডিয়ার নতুন উদ্যোগ
‘জাজ মাল্টিমিডিয়াও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়! তাই চলচ্চিত্রের গল্প, গান, পরিচালক, সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনেত্রীসহ প্রতিটিক্ষেত্রেই আমরা নতুনত্ব বজায় রাখার চেষ্টা করি। এমন কি চলিচ্চিত্র নির্মাণে ব্যবহৃত বিভিন্ন নতুন ও আধুনিক টেকনোলোজির সিংহভাগই বাংলাদেশে প্রবেশ করেছে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে।’
নিজের অতীত তুলে ধরে তারা লিখেন, ‘২০১২ থেকে ২০১৯ পর্যন্ত জাজ মাল্টিমিডিয়া ৪১টি চলচ্চিত্র (১৩টি সিনেমা যৌথ প্রযোজনায় নির্মিত) এর মাধ্যমে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাপ্পি, মাহি, আরিফিন শুভ, সায়মন (রি-লঞ্চ), শিপন, নুসরাত ফারিয়া, সিয়াম, পূজা, জলি, রোশানসহ অনেক নতুন মুখ উপহার দিয়েছে। যারা বর্তমানে বাংলা চলচ্চিত্রের প্রাণ!’
‘জাজ প্রতিবছরই নতুন মুখ উপহার দিয়ে থাকে। কিন্তু ২০১৯ সালটা ছিলো একটু ব্যতিক্রম। যেখানে প্রতিবছর জাজ মাল্টিমিডিয়া ৮-১০টি করে সিনেমা মুক্তি দেয়, সেখানে ২০১৯ সালে শুধু একটি মাত্র সিনেমা ‘বেপরোয়া’ মুক্তি দিয়েছে। স্বভাবতই কোনো নতুন মুখকে তুলে আনা সম্ভব হয়নি।’
২০১৯ সাল প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তারা লিখেন, ‘এই বছর বাংলদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যাও অন্য যেকোনো বছরের তুলনায় অনেক কম! হল সংখ্যা ২৫০ থেকে কমে মাত্র ৭০ এ নেমে এসেছে! জাজ মাল্টিমিডিয়া শুধুমাত্র এক বছর কার্যক্রম বন্ধ রাখায় সমগ্র চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আশংকাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে! কেমন হবে যদি ২০২০ সালেও জাজ কোনো সিনেমা না বানায়? বাকি হল যেগুলো ধুঁকে ধুঁকে চলছে, সেগুলোও হয়তো বন্ধ হয়ে যাবে!’
নিজেদের পরিকল্পনা সম্পর্কে লিখেন, ‘আমরা অবশ্যই তা চাই না! এ কারণে নানান প্রতিকূলতা সত্ত্বেও ২০২০ সালে আমরা একাধিক চলচ্চিত্র নির্মাণের প্ল্যান হাতে রেখেছি। শুরুতেই বললাম- আমরা নতুনত্বে বিশ্বাসী। তাই নতুন বছরে চলচ্চিত্রগুলো নির্মিত হবে নতুন আঙ্গিকে, যুগোপযোগী গল্পে, আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আর সেই সাথে ২০২০-এর শুরুতেই আমরা ২টি নতুন মুখ উপহার দিতে চলেছি, যারা আপকামিং দুইটা বিগ বাজেটের চলচ্চিত্রে অভিনয় করবে!’
সবশেষে লিখেন, ‘মাহি, জলি, নুসরাত ফারিয়া, পূজার পরে কে আসছে ঢালিউডে জাজের হাত ধরে? ঢালিউড সম্রাজ্ঞী হতে? খুব তাড়াতাড়ি জানতে পারবেন!’