শান্তা আক্তার :
বিদায় নিলো ২০১৯ সাল। বরাবরের মত দেশের মানুষের বিনোদনের অন্যতম খোরাক হিসেবে বছরজুড়েই ছিলো টেলিভিশন নাটক। বাজেটের স্বল্পতাসহ ছিলো নানা প্রতিবন্ধকতা। মানহীন নাটক, গতানুগতিক গল্প, ভাড়ামোর মাঝেও ছিলো বেশ কিছু ভালো গল্প, অনবদ্য অভিনয় ও অপূর্ব নির্মাণ শৈলীর কাজ। এসব ভালো কাজের মাধ্যমে অনেকে এসেছেন আলোচনায়। নিজেদের সেরাটা দিয়ে বিনোদিত করেছেন দর্শকদের। তেমনই শীর্ষ টিভি অভিনেত্রীদের নিয়ে বছর শেষে কালচারাল ইয়ার্ডের সালতামামি।
বড়পর্দা ও ছোটপর্দা সমানভাবে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। দুই পর্দায়ই অর্জন করেছেন পুরস্কার। জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি ২০১৯ সালের আরটিভি স্টার অ্যাওয়ার্ডের দুই বিভাগে জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। সব মিলিয়ে টিভি অভিনেত্রী হিসেবে আলোচনার শীর্ষে ছিলেন তিনি।
২০১৯ সালে তার অভিনীত টেলিভিশন নাটকের মধ্যে ‘আশ্রয়’, ‘#মি টু’, ‘লেডি কিলার’, ‘লেডি কিলার ২’, ‘পায়ে পায়ে হারিয়ে’ ‘মাধবী তোমার আঁচলে’, ‘ধামাকা অফার’ (ধারাবাহিক), ‘তালমিছরি? না হাওয়াই মিঠাই!’ (ধারাবাহিক) অন্যতম। বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
নুসরাত ইমরোজ তিশার আরও খবর :
⇒ শিশুশিল্পী থেকে নায়িকা তিশা
⇒ মোশাররফ-তিশা জুটি নিয়ে বান্নাহ’র প্রথম নাটক
দর্শকপ্রিয় রোমান্টিক নায়িকা পরিচিত মেহজাবীন চৌধুরী গত বছর বেশ কিছু নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সেখানেও পেয়েছেন প্রশংসা। কাজের ক্ষেত্রে কিছুটা বাছাই করে কাজ করেছেন তিনি। এপ্রিলে ‘বুকের বাঁ পাশে’ নাটকের জন্য পেয়েছেন মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার। ডিসেম্বরে পান ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’।
গত বছর তার অভিনীত টিভি নাটকের মধ্যে ‘এই শহরে ভালোবাসা নেই’, ‘ম্যাজিক অব লাভ’, ‘ফার্স্ট লাভ’, ‘ফান’, ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘গল্পটা সুন্দর’ ও ‘এই শহরে’ অন্যতম।
বর্তমান সময়ে টেলিভিশন নাটকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তানজিন তিশা অন্যতম। বছরজুড়েই ছিলো তার সরব উপস্থিতি। গ্ল্যামারপ্রধান রোমান্টিক নাটকেই বেশি দেখা গেছে তাকে। সেখানেই পেয়েছেন সফলতা। তবে অন্য ঘরণার অভিনয়ে তেমন একটা দেখা যায় নি তাকে।
গত বছরে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘এক্স ওয়াইফ’, ‘লাইফ মেট’, ‘সেই তুমি’, ‘মি অ্যান্ড ইউ’, ‘শেষ ভালোবাসা’, ‘দ্য এন্ড’, ‘মোবাইল চোর’, ‘কি করে তোকে বলবো’, ‘একদিন এসেছিলে নিরবে’, ‘আই এম হনেস্ট’ ও ‘প্রেমে পড়া মানা’ অন্যতম।
আরও খবর :
⇒ রবীন্দ্র প্রয়াণ দিবসে ছবি ‘তুমি রবে নীরবে’
চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে সমান তালে কাজ করা অভিনেত্রী জাকিয়া বারী মম। কিছুটা বাছাই করে কাজ করতে পছন্দ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার জয়ী এই অভিনেত্রী। তাই কাজের সংখ্যাটা কম হলেও বছরজুড়ে বেশ আলোচনায় ছিলেন তিনি।
গত বছরে তার আলোচিত কাজের মধ্যে ‘আশ্রয়’, ‘মেঘ বালিকার রঙ’, ‘তোমার পাড়ায় আসবো ফিরে’, ‘অপেক্ষার নাম তুমি’, ‘বাউণ্ডুলে’, ‘ছেলেটা একটু অন্যরকম’, ‘অদৃশ্য দেয়াল’ ও ‘সিঙ্গেল মাদার’ অন্যতম।
আরও পড়ুন : তাহসান-মম’র নতুন নাটক মিম ফ্যাশন অ্যান্ড বিউটি
নবীন অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিন বছরজুড়ে বেশ আলোচনায় ছিলেন। সুন্দর হাসি, ভালো অভিনয় দিয়ে টেলিভিশন নাটকে একটা শক্ত জায়গা করে নিয়েছেন। গত বছর তার আলোচিত টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ছিলো- ‘ফেসবুক বয়’, ‘উগান্ডা মাসুদ ২’, ‘টু বি ওয়াইফ’, ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার-টু’, ‘ক্রেজি ফর ইউ’, ‘পার্টনার’, ‘মিউচুয়াল ব্রেকআপ’, ‘ছলনাময়ী’, ‘লাভ এক্সপ্রেস’, ‘এক্স বয়ফ্রেন্ড’ প্রমূখ। শুভমিতার গাওয়া ‘বাংলা আমার মা’ গানের ভিডিওর কারণেও বেশ আলোচনায় ছিলেন তিনি। কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন।
এছাড়াও অভিনয় ও নানা কারণে বছরজুরে সাফা কবির, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, সাবিলা নূর বেশ আলোচনায় ছিলেন।
আরও পড়ুন : বছরের আলোচিত ৫ টিভি অভিনেতা