দীর্ঘদিন পরে সিনেমা পরিচালনা করছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। আর কবরীর সরকারি অনুদানপ্রাপ্ত ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় প্রথমবারের মতো সঙ্গীত পরিচালনা করছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ৫২ বছর ধরে চলচ্চিত্রে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা। তিনি পাঁচ দশকের বেশি সময় ধরে অন্যের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন। কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমায় প্রথম নিজেই সঙ্গীত পরিচালনা করছেন তিনি।
এ বিষয়ে সাবিনা ইয়াসমীন বলেন, এ পর্যন্ত অসংখ্য অনুরোধ পেলেও কবরীর অনুরোধ ফেলতে পারিনি। তার অনুরোধে কঠিন এই কাজটি করছি। যেহেতু কাজটি অনেক কঠিন তাই খুব সচেতনভাবেই কাজটি করতে চাই। তিনি বলেন, কবরী যেহেতু পরিচালক তাই কাজটা স্বাধীনভাবেই করতে পারবো।
সাবিনা ইয়াসমিনকে নেওয়ার ব্যাপারে কবরী বলেন, যখন থেকে এই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি তখন থেকে চিন্তা করছি কাকে সঙ্গীত পরিচালক হিসেবে নেয়া যায়। কলকাতা ও ঢাকা দুই জায়গায় চেষ্টা করে শেষে সাবিনাকে চিন্তা করলাম। হঠাৎ মাথায় এলো সাবিনা এক জীবনে এত গান গেয়েছে। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তার সঙ্গীতের মেধাও আমাকে মুগ্ধ করেছে। তাহলে কেন সাবিনা ইয়াসমিন হবে না?
তিনি বলেন, আমার সিনেমার গল্পের যে চাহিদা তাতে সাবিনাই সবচেয়ে ভালো সঙ্গীত পরিচালনা করতে পারবেন বলে আমার মনে হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানালেন ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক সারাহ বেগম কবরী।
উল্লেখ্য, কবরী পরিচালিত প্রথম সিনেমা ছিলো ‘আয়না’। এটি মুক্তি পায় ২০০৬ সালে।