দ্বিতীয় সপ্তাহে সাত প্রেক্ষাগৃহে ‘মায়া: দ্য লস্ট মাদার’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
গত বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিক নির্মিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’। প্রথম সপ্তাহে আটটি প্রেক্ষাগৃহ পেয়েছিলো সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ছবিটি রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টারসহ সাত প্রেক্ষাগৃহে চলছে। কালচারাল ইয়ার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ পথিক।
সিনেমাটি প্রসঙ্গে কালচারাল ইয়ার্ডকে তিনি বলেন, ‘‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি বাংলাদেশের আত্মপরিচয়ের একটি গল্প। এতে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদেরকে ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। এটা একটি ডকু-ফিচারধর্মী চলচ্চিত্র। ’
মাসুদ পথিক বলেন, সিনেমাটি নিয়ে আমরা খুব আশাবাদী। ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। এতে আমরা খুব খুশি। আমরা যে জন্য ছবিটি বানিয়েছি, সেখানে আমরা সফল। কারণ এরকম হার্ড ঘরণার আর্ট ফিল্মে মানুষের কাছ থেকে সাড়া পাওয়াটা বিরাট ব্যাপার।’
কম হল পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু ঝামেলার কারণে আমরা কম হল পেয়েছি। হয়তো আরেকটু পরিকল্পনা করে সিনেমাটি মুক্তি দিলে বেশি হল পাওয়া যেতো।’
বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া: দ্য লস্ট মাদার’।
২০১৬ সালের সরকারি অনুদানে নির্মিত ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমায় বিভিন্ন চরিত্রে কলকাতার মুমতাজ সরকার, বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, নার্গিস আকতার,সৈয়দ হাসান ইমাম, দেবাশীষ কায়সার ও ঝুনা চৌধুরী প্রমুখ অভিনয় করেন। চলচ্চিত্রটির সহ প্রযোজক হিসেবে ছিলো ব্রাত্য ক্রিয়েশন।
এতে আটটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন মমতাজ, ইমন চৌধুরী, বেলাল খান, কোনাল, ঐশী ও পূজা।