শুরু হতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের শুটিং। চলতি মাসের ১৫ তারিখ গানের দৃশ্য ধারণের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ওপেন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
নির্মাতা সৈকত নাসির জানান, ছবির শুটিং হবে ১৫ জানুয়ারি। ধারণ করা হবে গানের দৃশ্য। এরপর আবার শুরু হবে ২৫ জানুয়ারি। চলবে টানা শুটিং। একসাথে পুরো ছবির কাজ শেষ হবে। চলতি বছরের শেষে দিকে ছবিটি মুক্তি দেয়া পরিকল্পনার কথা জানান তিনি।
সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি। ছবিতে ঢাকার উত্থান দেখাবো। থাকবে শহরের অন্তরালের কিছু গল্প।
সিনেমার মূখ্য চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এটা এই জুটির প্রথম সিনেমা। ইতোমধ্যেই তারা চুক্তিবদ্ধ হয়েছেন।
ছবিটি নিয়ে উচ্ছসিত চিত্রনায়িকা ববি। তিনি বলেন, সৈকত নাসির নির্ভরযোগ্য একজন পরিচালক। তিনি সময় বুঝে কাজ করতে জানেন। এ ছবির মাধ্যমে ইমনের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। সব কিছু মিলিয়ে আমি ‘আকবর’ নিয়ে এক্সাইটেড।
এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে সিনেহল মাল্টিমিডিয়ার। রণক ইকরামের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ লিখেছেন আসাদ জামান।