বেশ কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। দেশের প্রভাবশালী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী ১৭ জানুয়ারি ছবিটি আসছে দেশের প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিজেই।
ছবিটি প্রসঙ্গে নিয়ামুল মুক্তা কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘‘কাঠবিড়ালী’ একটি মনোদৈহিক গল্প। সিনেমায় মানুষের সাথে মানুষের সম্পর্কের বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে। ’
২০১৭ সালের মার্চে সিনেমাটির শুটিং শুরু হলেও শেষ করতে সময় লাগে ২ বছর। এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা জানান, ‘দুই বছর ধরে আমরা এই সিনেমার শুটিং করেছি। ঋতুর বৈচিত্র তুলে ধরার জন্য আলাদা আলাদা সময়ে গিয়ে গ্রামে শুটিং করা হয়েছে। গ্রীষ্ম, বর্ষা, শীত ছোট ছোট লট করে শুটিং করা হয়েছে। আমরা একই লোকেশনে বর্ষার সময় ভরপুর পানি ও বৃষ্টির মধ্যে নদীর পাড়ে শুটিং করেছি, আবার সেখানেই শুকনার মৌসুমে শুটিং করেছি, যখন নদীতে দৌড়াদৌড়ি করা যায়। এজন্য আমাদের একটু বেশি সময় লেগেছে।’
ইতোমধ্যেই চলচ্চিত্রটি সেন্সরের ছাড়পত্র লাভ করেছে। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন।
সম্প্রতি পাবনায় ‘কাঠবিড়ালী’র একটি বিশেষ শো দেখানো হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাজের সহযোগিতায় আমার গ্রামে মানে পাবনার চাদমহেরের গত ২৭ ডিসেম্বর একটি বিশেষ শো দেখানো হয়। ওখানেই এই ছবির শুটিং হয়েছিলো।’
পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন তিনি। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।
এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। ‘কাঠবিড়ালী’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ’
স্পর্শিয়া এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ আরও অনেকে।
ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশিত হয়েছে। সম্প্রতি ‘চিলেকোঠা ফিল্মস’র ইউটিউব চ্যানেলে ‘সুন্দর কন্যা’ শিরোনামে ছবিটির একটি গান প্রকাশিত হয়েছে। সেলিম আল দীনের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন শফি মন্ডল।