দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমার টাইটেল সং গাইলেন তিনি। রোববার সন্ধ্যায় শিল্পী আসিফ আকবরের স্টুডিওতে গানের রেকর্ডিং করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও আসিফ দু’জনেই।
পরিচালক সৈকত নাসির জানান, প্লেব্যাক করতে চাইছিলেন না আফিস আকবর। আমি বলার পর উনি রাজি হয়েছেন। তার এই নতুন গানটি দুর্দান্ত হয়েছে। এই গানটির মাধ্যমে ‘আকবর’ সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে শিল্পী আসিফ আকবর তার ফেইসবুকে লিখেন, ‘অনেকদিন পর প্লেব্যাক করলাম। আমার ওস্তাদ শওকত আলী ইমন ভাইয়ের সুর আর মোহনীয় কম্পোজিশানে ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ মুভিতে।’
গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ৩ বছর আগে ‘নোলক’ সিনেমায় ‘শীতল পাটি’ গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। গানটির রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। বিরতি কাটিয়ে তিনি গাইলেন নতুন সিনেমায় গাইলেন।
এই গানটির মাধ্যমে দীর্ঘ সাত বছর পর জনপ্রিয় সুরকার শওকত আলী ইমনের সাথে গান করলেন আসিফ আকবর। তারা সর্বশেষ এক সাথে গান করেছিলেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ চলচ্চিত্রে।
উল্লেখ, আসিফ আকবর অসংখ্য জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে তিনি প্রতি বছর শতাধিক গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেন। সম্প্রতি তার নয়টি গান নিয়ে সঙ্গীতনির্ভর মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ মুক্তি পায়।