সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের গায়ক তিনি। গান গাওয়ার পাশাপাশি নবীন-প্রবীনসহ সকল শ্রেণির গায়কদের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)’ নামের একটি অডিও প্রযোজনা সংস্থা। নিজে গায়ক হয়েও অন্যের গান প্রকাশকেই প্রাধান্য তিনি।
ধ্রুব গুহ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে বর্তমান প্রজন্মের গায়কদের গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন। ডিএমএস’র মাধ্যমে নিয়মিত ভালো গান উপহার দিয়ে বাংলা গানের দর্শকদের মাতিয়ে রেখেছেন। আজ এই সঙ্গীতপ্রেমী মানুষটির জন্মদিন।
কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তার জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
ধ্রুব গুহ’র প্রথম গান ‘যে পাখি ঘর বোঝে না’। এরপর একে এক ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ এবং ‘তোমার উঁকিঝুঁকি’ গানগুলোতে কণ্ঠ দেন। সবগুলো গানই মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়। প্রত্যেকটি ভিডিওতেই ছিলো কিছু অসাধারণ গল্প। কণ্ঠের জাদু, হৃদয়ে দাগ কাটা গল্প এবং দৃষ্টিনন্দন ভিডিওর মাধ্যমে শ্রোতা-দর্শকদের মনের ঘরেই বিচরণ করে চলছেন এই শিল্পী। পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা পায়।
জন্মদিনে তিনি বাংলা গান প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান। পাশাপাশি বিশ্ব দরবারে বাংলা গান অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
ধ্রুব গুহ বলেন, ‘জন্মদিনে প্রথমেই স্মরণ করছি ঈশ্বরকে। তারপর আমার পরম শ্রদ্ধেয় বাবা-মাকে। কারণ, তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে আমি আজকের ধ্রুব। তাদের প্রতি যেন আমার দায়িত্ব-কর্তব্য সব সময় পালন করতে পারি। এই আশীর্বাদই চাই সবার কাছে। আমি যেন দেশের গানপিয়াসী মানুষের জন্য আরো ভালো ভালো গান অনায়াসে করে যেতে পারি, এটাই আমার চাওয়া।’