নিজস্ব প্রতিবেদক :
মুক্তির অনুমতি পেলো জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। মঙ্গলবার (১৪ জানুয়ারি) চলচ্চিত্রটি সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র লাভ করে।
দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। গতবছর তার কোন সিনেমা মুক্তি পায় নি। এবার নায়ক বাপ্পি চৌধুরীর সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এই জুটির প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, এই সিনেমাটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল নয়। তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হলো গল্প। দর্শকরা পুরো গল্প ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে বিশ্বাস করেন তিনি।
তিনি আর জানান, গুনী পরিচালক মতিন রহমানের ‘বিয়ের ফুল’ সিনেমার জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিলো পরিচয়’-এর রিমেক ভার্সন থাকছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে। নতুনভাবে এই গানটির সঙ্গীতায়োজন ও গেয়েছেন আকাশ সেন। এই গানে ঠোঁট মিলিয়েছেন বাপ্পী।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর আরও খবর :
⇒ বাপ্পির নতুন ছবি ‘সিক্রেট এজেন্ট’, নায়িকা উষ্ণ হক
আকাশ সেন ছাড়াও এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত গায়ক কুমার শানু, ইমরান মাহমুদুল ও সানিয়া সুলতানা লিজা।
বাপ্পী-অপুর পাশাপাশি এই ছবিতে সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে আরও অভিনয় করেছেন।
২০১৮ সালের ১৩ মে এফডিসিতে বেঙ্গল মাল্টিমিডিয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং শুরু হয়েছিলো। এর কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।