সেন্সর পেলো দুই বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গণ্ডি’ ও ‘নীল মুকুট’। বৃহস্পতিবার ছবি দু’টি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করে। খুব শিঘ্রই চলচ্চিত্র দু’টি মুক্তি পাবে বলে পরিচালকদ্বয় নিশ্চিত করেছেন।
‘ভুবন মাঝি’ খ্যাত ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, অপর্ণা ঘোষ, পায়েল মুখার্জি, আমান রেজাসহ আরও অনেকে অভিনয় করেন।
পরিচালক জানান, ‘গণ্ডি’ রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবি। এটি অবসরে থাকা দু’জন নারী পুরুষের বন্ধুত্বে গল্প। এই বন্ধুত্বকে ঘিরে পরিবার ও সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে আসবে সিনেমায়।
গড়াই ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রে তিনটি গান রয়েছে। এগুলো গেয়েছেন রূপঙ্কর ও দ্বীপ। সিনেমার আবহ সঙ্গীত করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।
এর আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফাখরুল আরেফীন নির্মাণ করেন ‘ভুবন মাঝি’। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর নির্মিত হয় সিনেমাটি। ২০১৭ সালে এটি মুক্তি পায়।
কামার আহমাদ সাইমনের তৃতীয় সিনেমা ‘নীল মুকুট’। সিনেমাটি প্রসঙ্গে তেমন কিছু বলতে চান না নির্মাতা। তবে বলেন নির্মাণ ও তার আগে গল্প।
নির্মাতা জানান, কোন এক কাজে তিনি ইউরোপ যাচ্ছিলেন। প্লেনের একটা কান্না তাকে খুব ভাবিয়ে তুলেছিলো। সেই ভাবনা থেকেই সিকোয়েন্স লেখা শুরু। এরপর শুরু হয় শুটিং। শুটিং শেষে সম্পাদনা। অবশেষে অপরিকল্পিত ভাবনাটা রূপ নেয় ‘নীল মুকুট’ সিনেমায়।
এর আগে কামার আহমাদ সাইমন ‘শুনতে কি পাও!’ ও ‘শিকলবাহা’ নামে আরও দু’টি সিনেমা বানান। ‘শুনতে কি পাও!’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশে বিদেশে বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি। ‘শিকলবাহা’ সিনেমার জন্যও বেশ কয়েকটি উৎসবে পান আন্তর্জাতিক পুরস্কার।
এছাড়াও ‘অন্যদিন’ নামে একটি চলচ্চিত্রে চিত্রনাট্যের জন্যও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এটার (অন্যদিন) জন্য কানের লা এতেলিয়ার থেকে আমন্ত্রণ পেয়েছিলেন।
তার সবক’টি চলচ্চিত্রই বিভিন্ন উৎসবে দেখানো হয়েছে। তবে এবার তিনি ঠিক করেছেন ‘নীল মুকুট’ প্রথমে দেশে মুক্তি দিবেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রের ট্রেলার :