উৎসবে প্রশংসিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতোয় বাঁধা ডানা’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতোয় বাঁধা ডানা (The Tethered Wing)’। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’র প্রাক্তন ছাত্র, তরুণ ও মেধাবী নির্মাতা কাজী আতিকুর রহমান অভি। শুক্রবার (১৭ জানুয়ারি) শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছবিটি প্রদর্শিত হয়।
‘সুতোয় বাঁধা ডানা’ মুলত আমাদের সমাজের নারীর গল্প নিয়ে নির্মিত। পঞ্চাশ মিনিটের এই চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
উৎসবে ৭৪টি দেশের প্রায় ২২০টি চলচ্চিত্র দেখানো হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি। এসব ছবির মধ্যে বাংলাদেশি চলচ্চিত্র রয়েছে ২৬টি। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন সিনেমা ১৮টি ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮টি।
কাহিনী সংক্ষেপ: ১৭ বছরের উচ্চবিত্ত পরিবারের মেয়ে সিনথিয়ার গল্প, যে একজন উদীয়মান ক্রিকেটার। সে সমাজের তথাকথিত পুরুষতান্ত্রিক আধিপত্য দৃষ্টিভঙ্গির সম্মুখীন হয়। এর বিরুদ্ধে লড়াই শুরু করেন। লড়াই করতে গিয়ে সে উপলব্ধি করে যে, এই দৃষ্টিভঙ্গির বেড়াজালের গন্ডিতে সমাজের নিম্নবিত্তের চাইতে উচ্চবিত্তরাই বেশি জর্জরিত।
প্রদর্শনীতে সবাই ছবিটির প্রশংসা করেন। কারণ কুশলী নির্মাণ এবং বাস্তবসম্মত চিত্রায়নের ফলে প্রতিটি দর্শক চলচ্চিত্রের সাথে খুব সহজেই নিজেদের সংযুক্ত করতে পেরেছেন।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মোহাম্মদ হোসেন জেমী। সম্পাদনায় ছিলেন সাজ্জাদ জহির। আবহ সঙ্গীত করেছেন প্রয়াত সঙ্গীত পরিচালক পৃথ্বী রাজ। ‘সুতোয় বাঁধা ডানা’ স্বল্পদৈর্ঘ্য শাখায় সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র।