নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশন নাটকের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। ইতোমধ্যে তারা বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। এবার বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটকে আবারও তারা একসাথে অভিনয় করছেন। ভালোবাসা দিবসে নিশো-মেহজাবিনের নাটক ‘প্রতিদিন’।
ইতোমধ্যেই নাটকে শুটিং সম্পন্ন হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। নিশো-মেহজাবিনের পাশাপাশি জনপ্রিয় মডেল ও অভিনেতা শিমুল এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এই নাটকটি নির্মাণ করছেন। নাটকটি লিখেছেনও তিনি। ‘প্রতিদিন’ নির্মাতা বলেন, ‘আগের দিনে প্রেম-ভালোবাসার ভিত ছিলো অনেক মজবুত। বর্তমান সময়ের প্রেম-ভালোবাসার ভিত বেশ খানিকটা দুর্বল, আগের মতো শক্ত নয়। নাটকের গল্পে এই দু’টো বিষয়ের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।’
আসন্ন ভালোবাসা দিবসে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান তিনি।
অভিনেতা আরফান নিশো জানান, নির্মাতা আরিয়ানের সাথে বেশ কয়েক বছর ধরেই তিনি নিয়মিত কাজ করছেন। আরিয়ান খুবই ভালো কাজ করেন। সেই বিশ্বাসের কারণেই এই কাজটা করেছেন। কাজটা করার পর তিনি মনে করছেন যে, ভালোবাসা দিবসে দর্শকের জন্য এই নাটকটি বেশ উপভোগ্য হবে।
মেহজাবিনের সাথে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মেহজাবিনের সঙ্গে সবসময়ই কাজ করাটা আমি ভীষণ উপভোগ করি। কারণ মেহজাবিন এখন একজন পরিপূর্ণ অভিনেত্রী।’
আফরান নিশোর আরও খবর :
⇒ অপূর্বের পর এবার চলচ্চিত্রে আফরান নিশো!
⇒ এবার গায়ক আফরান নিশো
এর আগে মেহজাবিন চৌধুরী এই নির্মাতার নাটক ‘বড় ছেলে’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি বলেন, ‘এর আগে আরিয়ান ভাইয়ার পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে কাজ করেছি, যেটি আমার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় নাটক। তিনি সবসময় চেষ্টা করেন ভালোভাবে কাজটি শেষ করতে। তার ইউনিটও বেশ গোছানো থাকে। এজন্য তার পরিচালনায় কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ভালোবাসা দিবসের বিশেষ নাটক প্রতিদিন গল্পটা ভীষণ ভালো লেগেছে। আমি একটু অন্যরকম গল্পে কাজ করেছি, এটা বিশেষত বলতে চাই।
নাটকটি দেখে দর্শকরা অনেক মজা পাবে বলে মনে করেন এই অভিনেত্রী। সহ-অভিনেতা হিসেবে বরাবরের মত সহযোগিতা করায় আফরান নিশোকে ধন্যবাদ জানান তিনি।