নিজস্ব প্রতিবেদক :
প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাসুদ রানা (এমআর৯)’। প্রথম থেকেই জানানো হয়েছে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এবার জাজের পক্ষ থেকে আসলো নতুন ঘোষণা। এককভাবে আরেকটি ‘মাসুদ রানা’ নির্মাণ করবে জাজ । বৃহস্পতিবার এগারোটার দিকে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এই ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় বলা হয়, অনেকেই জানতে চাচ্ছে মাসুদ রানার আপডেট । মাসুদ রানা সিনেমা হচ্ছে। এই বছর আমরা ২টা মাসুদ রানা করছি। একটা প্রোডাকশন হবে বাংলাদেশে ‘কে হবে মাসুদ রানা’-এর চ্যাম্পিয়ন রাসেল রানাকে নিয়ে। আরেকটা হবে হলিউড থেকে।
তারা লিখেন, যেটা হলিউড থেকে হবে – সেটার সব কিছু লক আছে। কিন্তু হলিউড প্রযোজকের অনুমতি ছাড়া আমরা এককভাবে কোন কিছু শেয়ার করতে পারবো না। আশা করছি খুব শিঘ্রই ভালো খবর পাবেন। তবে এটা নিশ্চিত করছি, আমরা মাসুদ রানা বাংলাদেশ থেকে করছি আরেকটি।
জাজ মাল্টিমিডিয়ার আর খবর :
⇒ নতুন বছরে আসছে জাজ মাল্টিমিডিয়ার যত চমক
⇒ প্রস্তুতি নিয়েই জাজের ‘কাঁটাতারের বেড়া’ ছবিতে ফিরছেন শাবনূর
কে হবে মাসুদ রানা প্রতিযোগিতা প্রসঙ্গে তারা লিখেন, ‘Men’s Fair & Lovely’ কে হবে মাসুদ রানা প্রতিযোগিতা করেছিলো। যেখানে ঘোষণা করা হয়েছিলো, যে চ্যাম্পিয়ন হবে, সে হবে জাজের মাসুদ রানা সিনেমার মাসুদ রানা। হাজার হাজার তরুণ আবেদন করেছিলো – কাজী আনোয়ার হোসেন স্যার এর অনবদ্য সৃষ্ট চরিত্র মাসুদ রানা হতে, জাজের মাসুদ রানা হতে। কে হবে মাসুদ রানা প্রতিযোগীতার আয়োজকদের সাথে জাজের দূরত্ব বাড়ে, যারা প্রতিযোগী ছিলেন তাদের সাথে আমাদের দূরত্ব কখনোই ছিলো না।
শুটিং ও সিনেমার পরিচালক সম্পর্কে তারা জানান, আপনাদের আরও জানাচ্ছি যে, শুধু রাসেল রানাকেই জাজ নিচ্ছি না, টপ টেন থেকে কয়েকজনকে জাজ বিভিন্ন সিনেমা সুযোগ দিচ্ছে বিভিন্ন চরিত্রে । এপ্রিলে শুটিং শুরু হবে মাসুদ রানার। সিনেমাটি পরিচালনা করবে সৈকত নাসির ।
সবশেষে জানানো হয়, এই সিনেমাতে আমরা মাসুদ রানার নায়িকা হিসাবে সোহানাকে উপস্থাপন করবো। কে হবে সেই স্বপ্নের চরিত্রের সোহানা ?