নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি পশ্চিম বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জীর সিনেমা ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসেও তুমুল হিট। এর মধ্যে শুরু করেছেন ফেলুদা নির্মাণ কাজ। কৈশোরে বইয়ের পাতায় সত্যজিতের ফেলুদাকে পড়েছেন। দেখেছেন পর্দায়। আর এখন নিজেই সেই ফেলুদাকে পর্দায় নিজের মতো করে হাজির করছেন। সবমিলিয়ে আবেগে ভাসছেন হালের জনপ্রিয় এই পরিচালক।
ফেলুদাকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জীর সিনেমার নাম ‘ফেলুদা ফেরত’। আর এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন তিনি।
ফেসবুকে পোস্টে সৃজিত মুখার্জী লেখেন, এ পর্যন্ত ১৭টা সিনেমা বানিয়েছি। আরও হয়তো ভবিষ্যতে বানাবো। তবে ফেলুদা ফেরত সিনেমার শুটিংয়ের শেষ দিনে এসে মনে হচ্ছে এই ছবি তৈরির সময় সবচেয়ে বেশি এনজয় করেছি। আর এর নেপথ্যের প্রকৃত কারণ হচ্ছে, প্রতিদিনের শুটিংয়ের সময় আমার পাশে একটা ১৫ বছরের কিশোরকে দেখতাম। সে মনিটরের দিকে তাকিয়ে ফ্রেম দেখত। কখনও হাসত, কখনও বিরক্ত হতো, আবার কখনও পিঠ চাপড়ে বাহবা দিত। সে আমাকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেত, যখন হাতে ফেলুদার নতুন বই আর নতুন বইয়ের গন্ধ…! কিন্তু যেই না শুটিং শেষ করলাম, ছেলেটা ভ্যানিশ!
এদিকে সিনেমাটি বড় পর্দায় নয় মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজে। সত্যজিৎ রায়ের লেখা যত কাণ্ড কাঠমাণ্ডু ও ছিন্নমস্তার অভিশাপ নিয়ে এ ছবিটি নির্মাণ হয়েছে।
সৃজিত মুখার্জী পরিচালিত এই ওয়েব সিরিজে ফেলুদার চরিত্রে রয়েছেন টোটা রায় চৌধুরী। তোপসের চরিত্রে আছেন কল্পন মিত্র। লাল মোহন বাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।
সৃজিতের প্রথম সিনেমা অটোগ্রাফ। এরপর বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি, মিশর রহস্য, জাতিস্মর, চতুষ্কোণ, রাজকাহিনী, উমা, এক যে ছিল রাজা, ভিঞ্চি দা, গুমনামি’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তার সর্বশেষ চলচ্চিত্র ‘দ্বিতীয় পুরুষ’। পরিচালক ছাড়াও তিনি একাধারে লেখক, গীতিকার ও অভিনেতা।