সময়ের ব্যস্ততম চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। এ বছর বেশ কিছু সিনেমা নিয়ে কাজ করছেন তিনি। আর এর মধ্যেই খবর প্রকাশ হয়েছে কলকাতার নায়িকা স্বস্তিকা মুখার্জীকে নিয়ে তিনি নির্মাণ করছেন সিনেমা। সৈকত নাসিরের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’।
জানা গেছে, একেবারেই শহর কেন্দ্রিক ভিন্নধর্মী একটি গল্পের সিনেমা এটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন স্বস্তিকা মুখার্জী।
‘গুলশানের চামেলী’ ছবিতে স্বস্তিকার বিপরীতে কে থাকবেন সেটি এখনও অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন নি নির্মাতা সৈকত নাসির। তবে প্রাথমিকভাবে তিনি চিত্রনায়ক ইমনকে এ ছবির জন্য চিন্তা করছেন বলে জানা গেছে।
এদিকে ইমনকে নিয়ে ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামে একটি চলচ্চিত্রে দৃশ্য ধারণের কাজ চলছে। এছাড়া চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে নির্মাণ করছেন ‘ক্যাসিনো’ নামে একটি চলচ্চিত্র।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ঘোষিত ‘মাসুদ রানা’ সিনেমাও নির্মাণ করবেন তিনি। মুক্তির তালিকায় আছে তার নির্মিত আরও কিছু ছবি।