পরিচালক ডায়েল রহমান নির্মাণ করছেন ইতিহাসভিত্তিক নতুন চলচ্চিত্র ‘তিতুমীর’। দেশি-বিদেশি কলাকুশলীদের নিয়ে পুরোদমে চলছে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ। এরই মধ্যে চুড়ান্ত হলো মুখ্য চরিত্রের অভিনেতা। ‘তিতুমীর’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরব চুক্তিবদ্ধ হলেন। তিনিই হচ্ছেন তিতুমীর। রোববার রাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন নায়ক নিরব।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ডায়েল রহমান কালচারাল ইয়ার্ডকে জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা হিসেবে সৈয়দ মীর নিসার আলী তিতুমীর ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। কিশোর বয়সে থেকেই লেখাপড়ার পাশাপাশি তিনি নিয়মিত শরীরচর্চা করতেন। মল্লযুদ্ধ, লাঠি-সড়কি চালনা এবং খেলাধুলায়ও ছিলেন পারদর্শী। পরিণত বয়সে তৎকালীন অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের নির্যাতনের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আত্মনিয়োগ করেন। তাদের বিরুদ্ধে স্বশস্ত্র সংগ্রামের জন্য নির্মাণ করেন দুর্গ। যেটি বাঁশের কেল্লা নামে পরিচিত। সেখান থেকে তিনি আন্দোলন পরিচালনা করেন। সেই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘তিতুমীর’ সিনেমা।
নির্মাতা বলেন, ‘‘তিতুমীর’ ছবির গবেষণায় আমাদের সাথে আছেন কলকাতার ইতিহাসবিদ প্রদীপ কুমার বাসক। আবদুল্লাহ জহির বাবুর সাথে চিত্রনাট্যও করছেন তিনি। সংলাপ তৈরি করছেন পরিচালক ছটকু আহমেদ। ’
কবে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, প্রি-প্রোডাকশনের কাজ শেষ করে আগামী এপ্রিল নাগাদ আমরা শুটিং শুরু করবো।
এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডায়েল রহমান পরিচালিত ইতিহাসভিত্তিক আরেক চলচ্চিত্র ‘ঈসা খাঁ’র দৃশ্যধারণ। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ডিএ তায়েব এবং চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
এর আগে তিনি নির্মাণ করেছেন ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’। এটিও হিস্টোরিক্যাল ফ্লিম। এতে হাজী শরীয়তুল্লাহ চরিত্রে অভিনয় করেন আমিন খান। গত ডিসেম্বরের ২০ তারিখ সিনেমাটি মুক্তি পায়। পরিচালকের প্রথম ছবি ‘হৈমন্তী’ । ‘তিতুমীর’ নির্মাতার চতুর্থ সিনেমা।
চিত্রনায়ক নিরব হিন্দি, মালয়েশিয়ান ও দেশি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘হৃদয় জুড়ে’। গত বছর মুক্তি পায় নিবর অভিনীত ও সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্র ‘আব্বাস’।