নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফ্রিডম মিউজিক ফেস্ট । আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আয়োজিত এ উৎসবে সঙ্গীতের ২০টি ব্যান্ডদল অংশ নেবে। জাদুঘরের স্থায়ী তহবিল গঠনের উদ্দেশ্যে এ উৎসব আয়োজন করা হয়েছে।
‘মাকসুদ ও ঢাকা’র উদ্যোগে আয়োজিত এ উৎসবের সহযোগিতায় আছে বিকাশ। ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ উৎসব থেকে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে জমা হবে।
সোমবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের সঙ্গে উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আরও উপস্থিত ছিলেন মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদ, বামবা সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু ও বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাকসুদ ও ঢাকা, বাংলা ফাইভ ব্যান্ড, অবন্তী সিঁথি, নোভা, মাদল, গানকবি, ওয়ারফেইজ, আভাস, রেনেসাঁ, নেমেসিস, মেঘদল, মাটি, অবস্কিউর, স্যাক্রামেন্ট, গাছ, চিৎকার, সভ্যতা, সরল, বাউল এক্সপ্রেস এবং সহজিয়া উৎসবে সঙ্গীত পরিবেশন করবে।
সঙ্গীতশিল্পী মাকসুদ বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সময় ১৩ বছর বয়সী ছিলাম। যুদ্ধ আমার জীবনে এমনভাবে ছাপ ফেলেছিল, যা আমার সারা জীবনের স্মৃতিতে অম্লান রয়ে গেছে। এখন আমাদের বড় দায়িত্ব মানুষকে মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত করা। আমরা আশা করি প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি পূর্ণাঙ্গ নকশা পেয়েছি। আমাদের জন্য একটি স্থায়ী ফান্ড এখন খুবই জরুরি। জাদুঘরের তহবিল বৃদ্ধিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জাদুঘরের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মূল মিলনায়তনে সঙ্গীত পরিবেশন করা হবে। উন্মুক্ত মঞ্চের প্রবেশ মূল্য ৩০০ টাকা। মূল মিলনায়তনে প্রবেশ মূল্য ১০০০ টাকা।
রাজধানীর শাহবাগে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপিত বিকাশের বুথ থেকে অগ্রীম টিকিট সংগ্রহ করা যাবে।
এছাড়া বিকাশ অ্যাপের সাজেশন বক্সে ‘ফ্রিডম মিউজিক ফেস্ট’ লোগোতে ক্লিক করে খুব সহজেই টিকিট কেনা যাবে বলে জানানো হয়। ফেস্টের ফেসবুক পেজ (https://www.facebook.com/lwmfreedommusicfest/) থেকে কনসার্টের সময়সূচি এবং শিল্পীর বিস্তারিত তালিকা পাওয়া যাবে।