সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ । ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ওস্তাদ বারীণ মজুমদার ও মা ইলা মজুমদার ছিলেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতবিশারদ। বাপ্পা মজুমদারের জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
তার পারিবারিক নাম শুভাশীষ মজুমদার বাপ্পা। ছোটবেলা থেকেই সঙ্গীতে হাতেখড়ি হয় বাপ্পা মজুমদার। বড় ভাই পার্থ মজুমদারের কাছ থেকে গিটার বাজানো শিখেছিলেন।
১৯৯৫ সালে বের হয় তার প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’। ১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর সঙ্গে মিলে গড়ে তোলেন ‘দলছুট’ ব্যান্ড। সঞ্জীবের মৃত্যুর পর ‘দলছুট’র হাল ধরেন তিনি।
বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে, ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‘বাজি’, ‘লাভ-ক্ষতি’, ‘আমার চোখে জল’, ‘ছিলো গান ছিলো প্রাণ’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।
সোশ্যাল মিডিয়াতে এ সঙ্গীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তারকা অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগী।