নিজস্ব প্রতিবেদক :
ঢালিউড চিত্রনায়ক নিরব হোসেন ও টলিউড চিত্রনায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনীত চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। ঢাকাসহ সারাদেশের মানসম্মত প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান ছবির পরিচালক রফিক শিকদার।
তিনি কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি আমরা ‘হৃদয় জুড়ে’ সিনেমাটি মুক্তি দেবো। পরিবেশ বুঝে আমরা মানসম্মত হলগুলোতেই মুক্তি দেয়া চিন্তা করছি।’
কত হলে ছবিটি মুক্তি দেয়া হবে জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘আমি প্রেক্ষাগৃহের সংখ্যাপাতে বিশ্বাসী নই। যেসব হলে সিনেমা দেখার পরিবেশ আছে, সেসব হলগুলোতে আমরা ‘হৃদয় জুড়ে’ মুক্তি দেবো। হল মালিকরা চাইলেও যেসব হলে পরিবেশ নেই, সেসব হলে সিনেমাটি দেয়া হবে না বলে জানান তিনি।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভ টেকনোলজিস’র ইউটিউব চ্যানেলে সিনেমাটির টাইটেল সং মুক্তি পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও বৃষ্টি। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন ইমরান নিজেই। কোরিওগ্রাফি করেছেন ভারতের পঙ্কজ। এর আগে গত ৬ জানুয়ারি কোন সংশোধনী ছাড়াই সেন্সর সার্টিফিকেট লাভ করে ‘হৃদয় জুড়ে’।
⇒ ‘হৃদয় জুড়ে’ সিনেমার টাইটেল সং
চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত। এটি রফিক শিকদার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৬ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’।
মৌলিক গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদি
সিনেমাটি প্রসঙ্গে রফিক শিকদার বলেন, ‘‘হৃদয় জুড়ে’ হচ্ছে ত্রিভুজ প্রেম কেন্দ্রিক একটি ছবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমফিল অধ্যয়নরত দুই যুগলের প্রেমের গল্প। গল্পে হঠাৎ করেই তাদের মাঝে চলে আসে স্থানীয় সাংসদের ছেলে। পরে নায়িকার প্রেমে। সেখান থেকেই ষড়যন্ত্রের শুরু। এক পর্যায়ে ফাঁসানো হয় নায়ককে। যার শেষ পরিণতি হয় বড়ই করুণ। ’
এই ছবিটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। এতে নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, সাইফ চন্দন, যুবরাজ, ডন, পাপিয়াসহ আরও অনেকে।
আরও পড়ুন : ‘তিতুমীর’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরব
২০১৭ সালে সালের মার্চে শুরু হয় সিনেমাটির শুটিং। নানা জটিলতায় শুটিং শেষ হয় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। চলতি বছরের প্রথম সেন্সর পাওয়া চলচ্চিত্র হিসেবে বুধবার (৮ ফেব্রুয়ারি) ছাড়পত্র হাতে পায় সংশ্লিষ্টরা।