নিজস্ব প্রতিবেদক :
কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রবীন্দ্রসাধক প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন আগামী ১৬ মার্চ। এ উপলক্ষে আগামী ৬ ও ৭ই মার্চ ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসবের আয়োজন করা হয়েছে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন সপ্তমবারের মতো এ আয়োজন করছে।
দুইদিনব্যাপী এ অনুষ্ঠান সফল করতে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর নীলক্ষেতে বৃহত্তর যশোর সমিতি ভবনে কণ্ঠশীলনের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময়ের আয়োজন করা হয়।
আরও পড়ুন : আবৃত্তি ও সঙ্গীতে কণ্ঠশীলনের ৩৬ এ পদার্পণ
এ সময় সেখানে আবৃত্তি প্রশিক্ষক গোলাম সারোয়ার, মীর বরকত, রইস উল ইসলামসহ কণ্ঠশীলনের সদস্যরা উপস্থিত ছিলেন। কণ্ঠশীলনের দুইদিনব্যাপী আযোজনের সংক্ষিপ্ত কর্মসূচি তুলে ধরেন মীর বরকত।
মীর বরকত বলেন, ৬ ও ৭ই মার্চ রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দুইদিনব্যাপী ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমদিন শুক্রবার সকাল থেকে এ আয়োজন শুরু হয়ে সারাদিন চলবে। আর পরের দিন শনিবার বিকাল থেকে এ আয়োজন শুরু হবে।
এ সংক্রান্ত আরও খবর : সংস্কৃতির শিক্ষাগুরু ওয়াহিদুল হক
তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আয়োজিত এই মিলনোৎসবের দ্বিতীয় দিন ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মরণে উদযাপন করা হবে।
এছাড়া উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেবেন বলে জানান মীর বরকত। তিনি আরও জানান, উৎসবে প্রদায়ক গুনী হিসেবে উপস্থিত থাকবেন বিটিভির সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ম হামিদ।
কণ্ঠশীলন সূত্রে জানা গেছে, কণ্ঠশীলনের ৩৬ বছর ধরে নিয়মিতভাবে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার কোর্স পরিচালনা করে আসছে। কণ্ঠশীলন বিদ্যায়তনের ৯৬তম আর্বতন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার ক্ষেত্রে প্রায় সাত হাজার শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বাংলাদেশে এই প্রথম।