শিল্পকলায় নাট্যকার মামুনুর রশীদের জন্মদিনে ৬ দিনের উৎসব
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
শিল্পকলা একাডেমি ২৭ ফেব্রুয়ারি থেকে আয়োজন করেছে ‘দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন’ নামের ৬ দিনের উৎসব। এ উৎসবে নাট্যকার মামুনুর রশীদ রচিত ৫টি নাটকের মঞ্চায়ন হবে। আয়োজনে থাকবে সঙ্গীত, সেমিনার, প্রদর্শনী। উন্মোচন করা হবে গ্রন্থের মোড়ক। থাকছে সংবর্ধনা আয়োজন ও থিয়েটার আড্ডা। এই উৎসব যাকে ঘিরে তিনি নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। আগামী ২৯ ফেব্রুয়ারি নাট্যকার মামুনুর রশীদের জন্মদিন, তাও আবার ১৮তম জন্মদিন। বিষয়টি অবাক শোনালেও সত্য। কারণ ৭২ বছর বয়সী এই নাট্যকার লিপ ইয়ারে জন্মেছেন। তাই চার বছর পরপর তার জন্মদিন আসে।
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উৎসব সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং ভারতের থিয়েটার ও চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দল।নৃত্য পরিবেশন করবে। জাতীয় নৃত্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এরপর হবে সঙ্গীত পরিবেশনা।
দ্বিতীয় দিন সকাল ১০টায় ‘নাট্যচর্চা, সাধ নাকি স্বপ্ন’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা থাকবেন শমীক বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে তিনটায় বক্তব্য দেবেন মামুনুর রশীদ। ‘যেভাবে বেড়ে উঠি’ শিরোনামে কথা বলবেন তিনি। সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে নাটক রাষ্ট্র বনাম। পার্বতীপুরের ইয়াংস্টার থিয়েটার এটি মঞ্চায়ন করবে। নাটকটি নির্দেশনা দেবেন মো. আমজাদ হোসেন। পরীক্ষণ থিয়েটার হলে আরণ্যক নাট্যদলের প্রযোজনায় মঞ্চায়ন হবে মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটক রাঢ়াঙ।
নাট্যকার মামুনুর রশীদের জন্মদিনের আয়োজন
তৃতীয় দিনে ২৯ ফেব্রুয়ারি তাঁর জন্মদিনে সকাল সাড়ে ১০টায় স্টুডিও থিয়েটারে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সম্মিলনী ও শুভেচ্ছা নিবেদন। বিকেল সাড়ে চারটায় সেমিনার হলে ‘মামুনুর রশীদের নাট্যভাবনা এবং আমাদের নাট্যচর্চা’ বিষয়ক আলোচনা। এতে মুখ্য আলোচক হিসেবে থাকবেন সৈয়দ মনজুরুল ইসলাম।
সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় মামুনুর রশীদকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। এতে ‘অভিনন্দন জীবন ও শিল্পের মামুনুর রশীদ’ শীর্ষক শুভেচ্ছা বক্তব্য দেবেন লিয়াকত আলী লাকী, রামেন্দু মজুমদার ও নাসির উদ্দীন ইউসুফ। সন্ধ্যা সোয়া সাতটায় নাট্যশালায় অনুষ্ঠিত হবে আরণ্যক নাট্যদলের নতুন প্রযোজনা ‘ফেসবুক’র উদ্বোধনী প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মামুনুর রশীদ। চতুর্থ দিন ১ মার্চ নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এদিকে ২ মার্চ জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে বাঙলা থিয়েটারের প্রযোজনা চে’র সাইকেল। নাটকটি লিখেছেন মামুনুর রশীদ, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। আগামী ৩ মার্চ জাতীয় নাট্যশালায় প্রদর্শন হবে মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটক ‘সঙক্রান্তি’। এর মধ্য দিয়ে শেষ হবে উৎসবের।