নিজস্ব প্রতিবেদক :
অভিনেত্রী তারিন জাহান, তিনি একাধারে অভিনেত্রী, মডেল কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপক। শিশু শিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পর্দাপন করে অভিনয়ের গুনে জয় করেছেন দর্শকদের মন। টেলিভিশন নাটকে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে টলিউডের সিনেমায় অভিনেত্রী তারিন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, টলিউডের ওই ছবিটির নাম ‘এটা আমাদের গল্প’। ওপার বাংলার অভিনেত্রী মানসী সিনহা এটি পরিচালনা করছেন। পরিচালক হিসেবে এটি তার প্রথম সিনেমা।
সিনেমাটি প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘এ ছবির বিষয়ে প্রায় ২ মাস আগ থেকে কথাবার্তা চলে আসছিলো। কাজটি চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। পরিচালক নিজেও একজন সু-অভিনেত্রী। এটি তার প্রথম কাজ। সব মিলিয়ে সিনেমাটি ভালো হবে বলেই কাজটি করছি।’
চলচ্চিত্রটিতে নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, কলকাতার গল্প হলেও সেখানে আমি একটি বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করবো। এতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা দেবদূত ঘোষ। তার সঙ্গে আমার আগে একটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা আছে। ২ বছর আগে বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের দেশের একটি নাটকে আমার সঙ্গে তিনি অভিনয় করেছিলেন।
আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।
ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনা করছেন। প্রতিষ্ঠানটির কর্ণধার শর্মিষ্ঠা ঘোষ জানান, ‘তারিনকে ভেবেই চরিত্রটি লেখা। দুই দেশের শিল্পী মিলে ভালো কিছু আশা করছি।’
দেবদূত-তারিন ছাড়া এতে আরও অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, পূজা কর্মকার, সঞ্জীব শর্মা, কণিকা ব্যানার্জিসহ অনেকে।
এর আগে তারিন ঢালিউডে ‘কাঁঠালবুড়ি’, ‘কাজলের দিনরাত্রি’ ও ‘পিরীত রতন পিরীত ধন’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছেন। ‘এটা আমাদের গল্প’ সিনেমার মাধ্যমে টলিউডে এবার তার অভিষেক হচ্ছে।