নিজস্ব প্রতিবেদক :
বেশ কিছু দিন আগেই প্রকাশ করা হয়েছিলো মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র পোস্টার, টিজার ও গান।শনিবার (২২ ফেব্রুয়ারি) মুক্ত করা হয়েছে ছবিটির ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার। আর আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবিটির ট্রেলারেও দেখা যায় ১৩ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। ট্রেলার জুড়ে রহস্যের জাল বিস্তার করে রেখেছে যেন পরিচালক। ভৌতিক অনুভূতি পাওয়া যায়, সাইকো খ্রিলারের অনুভূতি ও সায়েন্সফিকশনের অনুভূতিও পুরো ট্রেলার জুড়ে।
২৮ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে হলো ১৩ মার্চ। রেড অক্টোবরের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ।
চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এছাড়া ছবির ফটোগ্রাফি, শিল্প নির্দেশনায়, সঙ্গীত পরিচালনায়, গান রচনায়, পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
এ ছবির মূল চরিত্রে রুপদানকারী শার্লিন ফারজানা জানিয়ছিলেন, ফেব্রুয়ারিতে বহুল প্রতিক্ষীত এই ছবিটি মুক্তি দেয়া হবে। তবে এবার ছবিটি পিছিয়ে গেলো মার্চে।
সিনেমাটি প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেছিলেন, ‘শার্লিন ফারজানা ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় নিরা চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে পর্দায় জুটি বেঁধে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এটি তার প্রথম সিনেমা। ছবিটিতে তারকা নয় দর্শকদের গল্পের শক্তি দেখানো হেবে বলে জানিয়েছেন পরিচালক।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেছিলেন, গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।
⇒ ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার ট্রেলার
এছাড়া শার্লিন ফারজানা টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। ২০০৮ সালে ‘ইউ গট দ্যা নিউ লুক’ প্রতিযোগিতায় জয়লাভের মাধ্যমে শোবিজাঙ্গনে পা রাখেন তিনি। অসংখ্যা টেলিভিশন নাটকে অভিনয় করেন। এছাড়া মিউজিক ভিডিও, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল একাধারে একজন নাট্যকার, শিল্পনির্দেশক, গীতিকবি, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। তিনি বেশ কিছু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। ‘ঊনপঞ্চাশ বাতাস’ তার নির্মিত প্রথম সিনেমা।