শুরু হলো আহমদ ছফাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও কলামিস্ট আহমদ ছফাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা সন্দিপ বিশ্বাস। ছবিটির নাম ‘আহমদ ছফা: দ্য থিংকার অব আ নেশন’। চলচ্চিত্রটি প্রযোজনাও করছেন তিনি ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর শুটিংয়ের উদ্বোধন ঘোষণা করেন। আহমদ ছফা মৃত্যুর আগে ঢাকার বাংলামোটরে যে বাড়িতে থাকতেন সেখানেই শুরু হলো ছবিটির শুটিং।
‘আহমদ ছফা: দ্য থিংকার অব আ নেশন’ সিনেমাটিতে আহমদ ছফার জীবন ও কর্ম, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্পসহ বিভিন্ন লেখার বিভিন্ন বিষয় উঠে আসবে। আহমদ ছফার অনুজ খ্যাতনামা বুদ্ধিজীবী ও লেখক এবং তার কাছের মানুষদের স্মৃতিচারণ ও তাঁকে পাঠের নানা বিষয় উঠে আসবে ছবিটিতে।
নির্মাতা সন্দিপ বিশ্বাস এ বিষয়ে জানান, ঢাকা, কলকাতা, চট্টগ্রাম, নড়াইলসহ বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করা হবে। বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান পরিচালক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আহমদ ছফার পালকপুত্র সুশীল সিংহ ও ভ্রাতুষ্পুত্র লেখক নূরুল আনোয়ার। এতে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক রেজা ঘটক, নির্মাতা আবিদ মল্লিক, নির্মাতা সাদেক হোসেন সনি ও পরিচালনা সহযোগী প্রান্ত বিশ্বাসসহ অনেকে।
আহমদ ছফা ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালের ২৮ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে মারা যান।