নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের নায়িকা তানহা তাসনিয়া। ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার প্রথমবারের মত টেলিভিশন নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রথম নাটকেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সাথে জুটি বাঁধছেন তিনি। ফলে অপূর্ব’র বিপরীতে তানহার নাটকে অভিষেক হচ্ছে।
অপূর্ব-তানহা জুটির প্রথম নাটক ‘মিথ্যে প্রেম’। এটি পরিচালনা করছেন সোহেল আরমান। চিত্রনাট্যও করেছেন তিনি।
পরিচালক সোহেল আরমানও চলচ্চিত্রের মানুষ। শাকিব খান ও বিন্দুকে নিয়ে ২০১৫ সালে তিনি নির্মাণ করেছেন ‘এই তো প্রেম’ সিনেমা।
নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব তানহার ছোট বোনকে পড়াতে আসে। সেখানে তাদের দেখা। সে তানহাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু কখনও প্রকাশ করে না। এদিকে পরিবারের পছন্দে বিয়ে ঠেকাতে তানহা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান। অপূর্ব তাকে ভিসা পেতে সাহায্য করেন। বিমানবন্দরে যাওয়ার আগেই অপহরণ হন তানহা। গল্পে আসে নতুন মোড়। ঘটতে থাকে নানা ঘটনা ….
নাটকটি প্রসঙ্গে অভিনেতা অপূর্ব বলেন, ‘মিথ্যে প্রেম’ নির্মিত হয়েছে রোমান্টিক ও থ্রিলার গল্পে। তানহা আমার সঙ্গে প্রথম কাজ করলো। সে ভালো মেয়ে। পরিচালক সোহেল আরমানের নির্মাণ আমার ভালো লাগে। প্রথমে গল্পটা চেনা মনে হলেও শেষটা অন্যরকম। সব মিলিয়ে চমৎকার কাজ।
তানহা তাসনিয়া অভিনীত সিনেমাগুলো মধ্যে রয়েছে- ধূমকেতু, ভোলা তো যায়না তারে, ভালো থেকো। ‘মিথ্যে প্রেম’ সম্পর্কে তানহা বলেন, ‘অপূর্ব ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। তার সঙ্গে এমন ভিন্নধর্মী গল্পের সুযোগ হাতছাড়া করতে চাই নি। ’
হঠাৎ করে নাটকে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘চলচ্চিত্রের সার্বিক অবস্থা খারাপ। তাই নাটকে এমন ব্যতিক্রমী কাজ পেলে অবশ্যই করবো।’
নাটকে অপূর্ব-তানহা ছাড়াও পলাশ, ফায়াজ ববি, রেশমি ও লিমাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
আগামী ঈদুল ফিতরে একটি অনলাইন প্লাটফর্মে নাটকটি মুক্তি পাবে বলে জানা গেছে।