নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও গ্লামারাস নায়িকা নুসরাত ফারিয়া। ছবির নাম ‘শাহেনশাহ’। শুক্রবার (৬ মার্চ) ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে শাকিব-ফারিয়ার ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে। এই ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে নবাগত রোদেলা জান্নাতের।
এর আগে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তি দেয়া ঘোষণা দেয়া হয়েছিলো। কিন্তু নানা জটিলতায় তখন সিনেমাটি মুক্তি পায় নি। এবার শতাধিক হলে মুক্তি দেয় হচ্ছে বলে জানায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বাদল জানান, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা, শ্যামলী, বলাকাসহ সারাদেশের শতাধিক হলে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে। ‘শাহেনশাহ’ দিয়ে অনেকগুলো বন্ধ থাকা সিনেমা হল সচল হচ্ছে বলেও জানান তিনি।
‘শাহেনশাহ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ইতোমধ্যে ছবির লুক, গান, টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে সিনেমাটি ব্যাপক আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন : ‘ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ’
শাকিব-নুসরাত-রোদেলা ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আহমেদ শরিফ, অমিত হাসান, সিবা শানু, উজ্জ্বল, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।
শাকিব খান সংক্রান্ত আরও খবর :
⇒ নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়
⇒ বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
‘শাহেনশাহ’ শাকিব খান অভিনীত বছরের দ্বিতীয় সিনেমা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘বীর’। কাজী হায়াৎ পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি।
⇒ ‘শাহেনশাহ’ সিনেমার অফিসিয়াল ট্রেলার