নিজস্ব প্রতিবেদক :
মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। আগামী ২০ মার্চ ছবি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির ব্যানারে চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। সিনেমাটি প্রসঙ্গে তিনি জানান, বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আরটিভি সব সময় সুস্থ ধারার বিনোদনের পাশে রয়েছে। এর আগে ‘যদি একদিন’ বা ‘সাপলুডু’ সিনেমার মধ্যে দিয়ে দর্শক আমাদের সিনেমার প্রতি আস্থা রেখেছেন। দেশের পাশাপাশি বিদেশী সিনেমা হলেও আমরা দর্শকদের ভীষণ আগ্রহ দেখেছি। তেমনিভাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটিও দর্শক গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবি প্রসঙ্গে তিনি জানান, এই সিনেমাটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল নয়। তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হলো গল্প। দর্শকরা পুরো গল্প ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে বিশ্বাস করেন তিনি।
গত ১৪ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র লাভ করে। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। মুক্তি পেয়েছে দু’টি পোস্টার ও একটি গান। গানটির শিরোনম ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’। এতে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত করেছেন শ্রী প্রিতম।
⇒ গান: ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’
এছাড়া ছবির বাকী গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহ সঙ্গীত করেছেন ইমন সাহা।
এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তার সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিলো। গতবছর তার কোন সিনেমা মুক্তি পায় নি। দীর্ঘদিন পর বাপ্পি চৌধুরীর সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ এই জুটির প্রথম সিনেমা।
বাপ্পী-অপুর পাশাপাশি এই ছবিতে সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে আরও অভিনয় করেছেন।
সিনেমার কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।